Advertisement
Advertisement

Breaking News

TMC

তৃণমূলে যোগদানের আশায় জল, পুরভোটে জয়ী ৩ নির্দল কাউন্সিলরকে দলে ফেরাচ্ছে না শাসক শিবির

এ নিয়ে নির্দল প্রার্থীদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

TMC won't accept three independent winning candidates in Kolkata Municipal Election | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:December 23, 2021 12:31 pm
  • Updated:December 23, 2021 2:15 pm

ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: তৃণমূলে যোগদানের ইচ্ছে পূরণ আর হচ্ছে না। কলকাতা পুরভোটে জয়ী তিন নির্দল (Independent candidates) কাউন্সিলরকে দলে ফেরাবে না শাসক শিবির। সূত্রের খবর, দলীয় আলোচনায় এমনই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল (TMC)। ফলে এই মুহূর্তে তাঁরা কোন পথে হাঁটবেন, তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।  এখনও অবশ্য বিষয়টি নিয়ে তিন নির্দল প্রার্থীর কারওরই কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

কলকাতা পুরসভার ভোটে (Kolkata Municipal Election) ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডের দখল নিয়েছেন নির্দল প্রার্থীরা। তাঁরা সকলেই বিক্ষুব্ধ তৃণমূল বলে পরিচিত।  এই তিনজন – ৪৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন আয়েশা কানিজ, ১৩৫ নম্বরের রুবিনা নাজ এবং ১৪১ এর জয়ী প্রার্থী পূর্বাশা নস্কর। ২১ তারিখ ভোটের ফলপ্রকাশের পরপরই তাঁরা জানিয়েছিলেন, তৃণমূলে যোগ দেবেন। এ বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, তাঁরা আবেদন জানালে আলোচনার মাধ্যমে দল সিদ্ধান্ত নেবে।  সেদিনও কোনও নিশ্চিত ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি। 

Advertisement

[আরও পড়ুন: কলকাতা পুরসভায় এবার একাধিক ডেপুটি মেয়র? দুপুরের মধ্যেই মেয়রের নাম-সহ চূড়ান্ত সিদ্ধান্ত]

আর বৃহস্পতিবার জানা গেল, তিন নির্দল প্রার্থীর আশাই সার। তৃণমূল তাঁদের ফেরাতে নারাজ। দলীয় বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ নেতৃত্ব। আজ মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের কলকাতা পুর দলের বৈঠক। জয়ী প্রত্যেক প্রার্থীকে হাজির থাকতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁদের নিয়ে আলোচনায় থাকবে দলের শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকেই দলের পুরসভার নেতা অর্থাৎ মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন প্রক্রিয়া সেরে নিতে চলেছে তৃণমূল। জয়ী প্রার্থীদের সংবর্ধনাও দেওয়া হবে বলে খবর। 

Advertisement

[আরও পড়ুন: করোনায় মৃত মায়ের শ্রাদ্ধের আগের দিন বাবাকেও হারালেন মেয়ে, শোকে পাথর পরিবার]

পুরভোটে একাই তৃণমূল ১৩৪ টি ওয়ার্ড পেয়েছে। তিন নির্দল কাউন্সিলর যোগ দিলে এই সংখ্য়া হতো ১৩৭। কিন্তু যেহেতু এঁরা তিনজনই তৃণমূলে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েছেন, সেই কারণে তাঁদের দলে ফেরাতে নারাজ তৃণমূল। আগেই এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সতর্ক করা হয়েছিল, এ ধরনের প্রার্থীদের বহিষ্কার করতে পারে দল। আর এদিন নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন, ”আমার দলের কর্মীরা হেরে গেলেও তাঁদের সঙ্গেই থাকব। কিন্তু যাঁরা মনে করেছেন, দল ছেড়ে নির্দল হয়ে জিতে তারপর আবার দলে আসবেন, তাঁদের অপেক্ষা করতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ