Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

ইস্যু বেকারত্ব, পাওনা, মূল্যবৃদ্ধি, শাহকে ৫১ হাজার চিঠি তৃণমূল যুবদের

কলকাতায় শাহী সভার দিনটিকেই প্রতিবাদের দিন হিসেবে বেছে নিল তৃণমূল।

TMC will send 51 thousand letters to Amit Shah on Centre's negligence | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 28, 2023 11:50 pm
  • Updated:November 28, 2023 11:50 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রায় দশ বছর আগে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি বেকারের চাকরি দেবে। কিন্তু ১০ বছরে ২ কোটি তো দূরের কথা, ২০ লক্ষ বেকারেরও চাকরি হয়নি। মূলত, কেন্দ্রের কাছে বাংলার পাওনা টাকার দাবির পাশাপাশি, বেকারদের কর্মসংস্থানের যন্ত্রণা নিয়ে বুধবার থেকে অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিচ্ছে তৃণমূল কংগ্রেস।

বুধবার সকাল ৯টা থেকে প্রথমে সোশ‌াল মিডিয়ায় এই চিঠি রাজ্যের বিভিন্ন ব্লক থেকে পোস্ট করবেন তৃণমূল ছাত্র-যুব নেতৃত্ব। প্রথম পোস্ট করবেন তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ ও ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এরপর পর্যায়ক্রমে জেলা তৃণমূল যুব ও ছাত্র নেতৃত্ব সোশ‌াল মিডিয়ায় শাহকে টার্গেট করে দাবি জানিয়ে বেকারদের যন্ত্রণার কথা পোস্ট করবেন। পরদিন থেকে সমস্ত ব্লক থেকেই অমিত শাহকে দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরে চিঠি পাঠাবে তৃণমূল। চিঠির ছবি তুলে প্রথমে তা সোশাল মিডিয়ায় পোস্ট করে বঙ্গ বিজেপি ও অমিত শাহকে ট্যাগ করা হবে। এরপর সেসব চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির ঠিকানায় পাঠানো হবে।

Advertisement

[আরও পড়ুন: ডার্বি নিয়ে জট অব্যাহত, IFA-কে কড়া চিঠি মোহনবাগানের, না খেলেই জিতবে ইস্টবেঙ্গল?]

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায় বাংলার বকেয়া পাওনা নিয়ে যেখানে আন্দোলন থামিয়েছিলেন, কার্যত সেখান থেকেই ছাত্র-যুবরা অমিত শাহকে টার্গেট করে কর্মসূচি নিচ্ছে। ১০০ দিনের শ্রমিকদের পারিশ্রমিক আটকে রাখা থেকে শুরু করে আবাস যোজনার টাকা না দেওয়া নিয়ে মঙ্গলবারই পূর্ব বর্ধমান থেকে শুরু করে হাওড়া জেলার নেতৃত্ব শাহকে প্রশ্ন ছুড়ে দিয়েছে। একটা কথা স্পষ্ট হয়ে গিয়েছে, বুধবার ধর্মতলার সভার উদ্দেশে অমিত শাহ যখন দিল্লি থেকে রওনা দেবেন, তখন থেকেই সোশ‌াল মিডিয়া জুড়ে তাঁকে উদ্দেশ‌ করে বঞ্চনা-বেকারত্বের যন্ত্রণার তোপ দাগবেন ছাত্র-যুবরা।

আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফর ঘিরে বিজেপি বিরোধী প্রচারকে যে তৃণমূলের ছাত্র-যুবরা আরও সপ্তমে তুলতে চায়, তা মঙ্গল-রাতে প্রমাণ হয়ে গিয়েছে। দলে দলে ছাত্র-যুব নেতৃত্ব, কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা থেকে শুরু করে বছরে ২ কোটি বেকারের চাকরির ইস্যু তুলে শাহকে প্রশ্নের পর প্রশ্নে বিদ্ধ করেছে। একই সঙ্গে রান্নার গ‌্যাস, পেট্রল-ডিজেল থেকে শুরু করে নিত‌্যপ্রয়োজনীয় জিনিসের মূল‌্যবৃদ্ধি কেন হচ্ছে তা নিয়েও প্রশ্ন ছুড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। দিনকয়েক আগে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় অভিযোগ করেছিলেন, প্লেনের ভাড়ার চেয়েও রেলের ভাড়া বেশি হয়ে গিয়েছে। এদিন ছাত্র ও যুবদের প্রশ্নবাণে রেলের ভাড়া বৃদ্ধির বিষয়টিকে অন‌্যতম ইস্যু করেছে। গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে আবাস যোজনা ও কেন্দ্রীয় নানা প্রকল্পে বাংলা প্রথম হওয়া সত্ত্বেও কেন ন‌্যায‌্য পাওনা আটকে রাখা হয়েছে তা নিয়েও অমিত শাহকে ৫১ হাজার চিঠি পাঠাচ্ছে তৃণমূল।

[আরও পড়ুন: ‘অভিনেত্রী নয়, শিক্ষিত মানুষ চাই’, লোকসভার আগে নুসরত ‘বিরোধী’ পোস্টারে ছয়লাপ বসিরহাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement