Advertisement
Advertisement
Abhishek Banerjee

জনতার পছন্দের প্রার্থী বিরোধী শিবিরের হলে তৃণমূলের পদক্ষেপ কী? জানালেন অভিষেক

কী জানালেন অভিষেক?

TMC to take steps if people approve oppositions as representative, says Abhishek Banerjee | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 20, 2023 5:48 pm
  • Updated:April 20, 2023 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নতুন জনসংযোগ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই গোপন ব্যালটে পছন্দের প্রার্থীর নাম জানাতে পারবেন গ্রামবাসীরা। কিন্তু সেই পছন্দের প্রার্থী যদি বিরোধীদলের হয়? তাতেও কোনও সমস্যা নেই বলেই জানালেন অভিষেক।

ব্যাপারটা ঠিক কী? ভোটের আগে জনসংযোগ কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার ‘নবজোয়ার’-এর কথা ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরবেন তিনি। শুনবেন মানুষের সমস্যা-সমাধান। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়েও বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করেন অভিষেক। জানান, গ্রাম সফরে গিয়ে যে এলাকায় যাবেন অভিষেক, সেখানে গোপন ব্যালটে ভোটদানের ব্যবস্থা করা হবে। গ্রামের যে কেউ, যে কোনও দলের সমর্থক ওই ভোটে অংশ নিতে পারবেন। জানাতে পারবেন, পঞ্চায়েত ভোটে তাঁর পছন্দের প্রার্থীর নাম। অভিষেক স্পষ্ট জানান, ভোটদাতার নাম গোপন রাখা হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘শাহ রামনবমীর হিংসায় উসকানি দিয়েছেন প্রমাণ দিন’, মমতাকে পালটা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর]

এখানেই প্রশ্ন, ভোটবাক্সে যদি বাম, বিজেপি (BJP) বা কংগ্রেস অর্থাৎ বিরোধী দলের কাউকে প্রার্থী করার কথা বলেন, সেখানে কী করবে তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এলাকার মানুষ যদি বিরোধী কাউকে পছন্দ করেন সেক্ষেত্রে অভিষেক নিজে তাঁর সঙ্গে কথা বলবেন, তাঁকে তৃণমূলের হয়ে লড়াই করার আরজি জানাবেন। অর্থাৎ অভিষেক এদিন স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, দল নয় এবার পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের দায়িত্বে আমজনতা।

[আরও পড়ুন: মোবাইলে লুকিয়ে নিয়োগ দুর্নীতির তথ্য, খুঁজতে ফরেন্সিক ল্যাবে জীবনকৃষ্ণর ফোন পাঠাচ্ছে CBI]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement