Advertisement
Advertisement

Breaking News

TMC

জনসংযোগে এবার তৃণমূলের হাতিয়ার ‘নবজোয়ার রেডিও’, ব্যাপারটা কী?

২৫ এপ্রিল থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছে তৃণমূল।

TMC to start Nabojoar radio for public relation | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 28, 2023 5:26 pm
  • Updated:May 28, 2023 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য প্রত্যন্ত গ্রামেও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তথা তৃণমূলের বার্তা পৌঁছে দেওয়া। সেই কারণেই শুরু হল নবজোয়ার রেডিও। এবার রেডিওতেও নবজোয়ার কর্মসূচির যাবতীয় বক্তব্য শোনা যাবে বলেই খবর।

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জেলায় জেলায় জনসংযোগে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরে আমজনতার সমস্যার কথা শুনছেন তিনি। যথাসাধ্য সমাধান করছেন। তাঁর বার্তা বহু মানুষের কাছে পৌঁছলেও, অনেকের কাছে পৌঁছয়না কারণ প্রত্যন্ত এলাকায় সবার কাছে টিভি নেই। সেই কারণেই ‘নবজোয়ার রেডিও’ কর্মসূচির ভাবনা। তৃণমূল সূত্রে খবর, এবার থেকে নবজোয়ার কর্মসূচির সমস্ত বার্তাই শোনা যাবে রেডিওতে। ফলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো যাবে বলেই মনে করছে তৃণমূল।

Advertisement

[আরও পড়ুন: বাড়িতে আসা নয়া ভাড়াটিয়া আফ্রিকার অপরাধী নয়তো? সতর্ক করছে কলকাতা পুলিশ]

প্রসঙ্গত, ২৫ এপ্রিল কোচবিহারের সাহেবগঞ্জ থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ইতিমধ্যেই পেরিয়েছে একমাস। রাতের পর রাত তাঁবুতে থাকছেন, সকাল হতেই ছুটছেন জনতার মাঝে। উদ্দেশ্য সকলের কাছে মা-মাটি-মানুষের বার্তা পৌঁছে দেওয়া। মানুষের পাশে দাঁড়ানো। অভিষেকের এই কর্মসূচির ব্যাপক সাড়াও যে মিলেছে তা বলাই বাহুল্য। নবজোয়ার পরিণত হয়েছে জনজোয়ারে। অভিষেকের বার্তা শুনতে প্রতিদিন ঢল মানুষের।

[আরও পড়ুন: জনপ্রিয় চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, ব্যাংকে নিয়োগের নামে গায়েব দেড় লক্ষ টাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement