Advertisement
Advertisement

Breaking News

পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবার অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

কেন্দ্রের উপর চাপ বাড়াতে প্রতিবাদ আরও জোরদার করার ইঙ্গিত৷

TMC to stage protest against fuel price rise: Partha Chatterjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2018 6:50 pm
  • Updated:May 28, 2018 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবার কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস৷ সেই কারণে আগামিকাল গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করতে চলেছেন তাঁরা৷ সাংবাদিক সম্মেলনে একথা জানালেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি৷ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বৃদ্ধি করা হচ্ছে পেট্রোপণ্যের দাম৷ অতিষ্ট করে তোলা হচ্ছে সাধারণ জনজীবন৷

[মঙ্গলবার কি প্রকাশিত হবে মাধ্যমিকের ফল? নজরে সিবিএসই-ও]

পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধিতে কেন্দ্রের নির্বিকার কেন্দ্র৷ এর বিরুদ্ধে কয়েকদিন আগেই রাজপথে নেমে প্রতিবাদে সামিল হয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে পা মিলিয়েছিলেন দলের সমস্ত স্তরের নেতা-নেত্রীরা৷ এবার প্রতিবাদের ভাষা আরও জোরদার করতে চাইছে ঘাসফুল শিবির৷ পার্থ চট্টোপাধ্যায় জানান, মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখাবে দল৷ যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভ চালান হবে৷ কেবল পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নয়, রাজ্যে প্রতিও আর্থিক বঞ্চনা করছে মোদি সরকার৷ এদিনের সাংবাদিক সম্মেলনে আরও একবার এই অভিযোগে সরব হন তৃণমূল মহাসচিব৷ তিনি বলেন, রাজ্যের রাজস্ব থেকে প্রতিমাসে বিপুল পরিমাণ অর্থ কেটে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন প্রকল্পে কমিয়ে দেওয়া হচ্ছে আর্থিক বরাদ্দের পরিমাণ৷ কিন্তু তাও স্তব্ধ করা যাচ্ছে না রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ৷ কেন্দ্র সবকিছুই করছে পরিকল্পনামাফিক৷

[চিকেন প্যাটিসে ছত্রাক, প্রতিবাদ করায় কলেজ পড়ুয়াকে মারধর]

চলতি সপ্তাহে প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম৷ যা নিয়ে কার্যত কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করছে বিরোধীরা৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেয়াত করছেন না কেউ৷ সোমবার সকালবেলাই টুইটের কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেত্রী৷ তাঁর অভিযোগ, দিনে দিনে লাগামছাড়া হচ্ছে পেট্রোপণ্যের দাম। তাও কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে না। সোমবার কলকাতায় পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি প্রায় ৮১ টাকা৷ ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৭২ টাকা৷ দাম বেড়েছে দেশের প্রতিটি রাজ্যে৷ যার ফলে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের৷ এ নিয়ে এককাট্টা হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি৷ কিন্তু তাও নির্বিকার কেন্দ্রের এনডিএ সরকার৷ পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনতে বিপুল অনিহা রয়েছে তাঁদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement