Advertisement
Advertisement
Lok Sabha Elections 2024

মন কি বাতের পালটা ‘জন কি বাত’, লোকসভার আগে মানুষের বঞ্চনা তুলে ধরবে তৃণমূল

সোশাল মিডিয়ার নিজস্ব বাহিনী তৈরি রাখছে তৃণমূল।

TMC to organise Jaan Ki Baat before Lok Sabha Elections 2024 | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:January 10, 2024 1:55 pm
  • Updated:January 10, 2024 1:55 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) রাজনৈতিক দলগুলির অন‌্যতম হাতিয়ার হবে সোশ‌াল মিডিয়া। তৃণমূল কংগ্রেসও সে পথে নিজস্ব বাহিনী তৈরি রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতের পালটা এবার ‘জন কি বাত’ নিয়ে সোশ‌াল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সেই বাহিনী।

কী কাজ করবে তারা? তৃণমূলের অভিযোগ, একাধিক ইসুতে উন্নয়ন থেকে শত যোজন দূরে থেকেও স্রেফ আত্মপ্রচারের কাজে অধিক অর্থ ও সময় ব‌্যয় করছে মোদি (Narendra Modi) সরকার। মোদির এই আত্মপ্রচারের পিছনে ধর্মের ধোয়ায় আচ্ছন্ন করে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশের অর্থনীতির পতন, দুর্নীতি, অনুন্নয়ন, বেকারত্ব, হিংসা, নারী নির্যাতনের মতো ভয়াবহ জ্বলন্ত সব ঘটনা। জনতার দাবি, তাদের কথা দাবিয়ে দেওয়া হচ্ছে। সোশ‌্যাল মিডিয়ায় এবার সেসবই সামনে আনতে চাইছে তৃণমূল। তারই পোশাকি নাম ‘জন কি বাত’।

Advertisement

[আরও পড়ুন: শুভেন্দুর পাশে সন্দেশখালির ‘বাদশা’ শেখ শাহজাহান! ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক]

এই পর্বের জন‌্য একটি প্রচারমূলক থ্রিডি ভিডিও বানানো হয়েছে। যেখানে মোদির গলা নকল করেই বলা হচ্ছে, ‘মন কি বাত অনেক হয়েছে, এবার হবে ‘জন কি বাত’!’ সঙ্গে দলের এক্স হ‌্যান্ডলে আরও লেখা হয়েছে, ‘গত ১০ বছর ধরে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেক ‘মনের কথা’ শুনেছি, অনেক ‘মনের কথা’ জেনেছি! আর নয়! এবার সত্যিটা সামনে আনার সময় হয়ে গিয়েছে! মানুষের কথা বলার সময় এসে গিয়েছে!’

Advertisement

[আরও পড়ুন: সুচেতন হওয়ার লড়াইয়ে আরও একধাপ, রূপান্তরকামী সার্টিফিকেট পেলেন বুদ্ধদেবের সন্তান]

জোট পরিস্থিতিতে বিজেপির সঙ্গে লড়াইয়ে তৃণমূলের ভূমিকা, রাজনৈতিক প্রচারের পাশাপাশি সোশ‌্যাল মিডিয়ায় বারবার ভুয়া তথ‌্যকে সামনে রেখে অপপ্রচারের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসকদল। যার অন‌্যতম অংশ কেন্দ্রীয় বঞ্চনা। যা নিয়ে ইতিমধ্যেই দিল্লি অভিযান করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই অভিযান করেন। বঞ্চিতদের নিয়ে যান দিল্লি। সেই লড়াই গোটা দেশের সামনে নজির তৈরি করে। কেন্দ্র সরকার কীভাবে বাংলাকে বঞ্চনা করছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দেখিয়ে দেওয়া হয় জনতার সামনে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ তোলে তৃণমূল (TMC)। এসবই তৃণমূলের সোশ‌্যাল মিডিয়ায় প্রচারে রাখা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ