ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ওয়াকফ বিলের বিরোধিতায় ফের নয়া কর্মসূচি তৃণমূলের। আগামী শনিবার, ৩০ নভেম্বর দলের সংখ্যালঘু সেলকে বড় সমাবেশ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন রানি রাসমণি রোডে এই সভা হবে। তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারাফ হোসেন এই সভা করবেন। ওয়াকফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যাপাধ্যায়, থাকবেন মেয়র ফিরহাদ হাকিমও।
ওয়াকফ বিল নিয়ে ইতিমধ্যে কেন্দ্রের পদক্ষেপ নিয়ে বিরোধিতার কথা জানিয়েছে তৃণমূল। এনিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ”সম্পত্তি সংখ্যালঘু সম্প্রদায়ের দেবত্তর সম্পত্তি, সেটা নিয়ে আলোচনা না করে কেন্দ্রীয় সরকার অন্যায় করছে। আজ কালীঘাটের বৈঠকে চূড়ান্ত হবে, বিধানসভায় কোন কোন বিধায়ক এই নিয়ে প্রস্তাবের উপর বক্তব্য রাখবেন।”
শীতকালীন অধিবেশনে কেন্দ্র সরকার যে ওয়াকফ সংশোধনী বিল (২০২৪) আনছে, তার বিরোধিতায় দিল্লিতে যে তৃণমূলও সরব হবে, তা আগেই স্পষ্ট হয়েছিল। তবে তার আঁচ যে বিধানসভা অধিবেশনেও হবে, তা বোঝা যায়নি। এবার তৃণমূল নেত্রীর নির্দেশে সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেন প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন। তিনি বলেন, ‘‘ওয়াকফের সম্পত্তি পূর্বপুরুষ দান করে গিয়েছেছেন। ঘুরপথে, চক্রান্ত করে অগণতান্ত্রিক ভাবে আইন এনে বিজেপি তা দখল করতে চাইছে। এই চক্রান্ত সফল হবে না। প্রতিবাদে রাজপথে সংগ্রাম চলবে।’’ তবে দিল্লিতে অধিবেশন চলাকালীন তৃণমূল কি আলাদাভাবেই ওয়াকফ বিলের প্রতিবাদ করবে নাকি কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে বিরোধিতার পথ ঠিক করবে, তা দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.