Advertisement
Advertisement
21 July Shahid Diwas

Mamata Banerjee on 21st July: মঞ্চে মুড়ি আনিয়ে, প্রতীকী সিলিন্ডার তুলে মূল্যবৃদ্ধি-জিএসটি নিয়ে বিজেপিকে তোপ মমতার

'আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও', হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর।

TMC Supremo Mamata Banerjee slams BJP on LPG price hike and GST on essential food items from 21 July event | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 21, 2022 1:54 pm
  • Updated:July 21, 2022 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানেই যান, জেলা সফর কিংবা বিদেশ – সঙ্গে নাকি মুড়ি থাকেই তাঁর। খিদে পেলে সবসময়ের সঙ্গী মুড়ি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ জন মাত্রই জানেন সেকথা। এবার তা জানলেন আপামর রাজ্যবাসী। একুশের মঞ্চ থেকে এবার আমজনতার পেট ভরানোর মুড়ি চেয়ে নিয়েই বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা – ‘এই মুড়ির উপরও জিএসটি! কত জিএসটি বসিয়েছে?’ এরপর নেত্রীর হুঁশিয়ারি – ‘আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।’ শুধু তাইই নয়, মঞ্চে সিলিন্ডার তুলে মূল্যবৃদ্ধি নিয়েও তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে সিলিন্ডার ধরে সেই প্রতিবাদে শামিল হলেন সাংসদ দেব (Dev)।

ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

চলতি সপ্তাহ থেকেই প্যাকেটজাত একাধিক নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের উপর জিএসটি (GST) বসিয়েছে কেন্দ্র। যার জেরে দিন আনা দিন খাওয়া মানুষজনের পকেটে চাপ পড়েছে। খিদে পেলে সামান্য মুড়ি, চিঁড়ে, দুধ খেয়ে যারা পেট ভরান, তাঁরাও মূল্যবৃদ্ধির চাপে জেরবার। রোজকার খাওয়াদাওয়া নিয়েই চিন্তা বেড়েছে। এই অবস্থায় সংসদের বাদল অধিবেশনের শুরুতেই সরব হয়েছিলেন তৃণমূল সাংসদরা। আর একুশের মঞ্চ থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ই মুড়ি হাতে নিয়েই জিএসটি ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন।

Advertisement
ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

[আরও পড়ুন: বসিরহাটে বসে উত্তরাখণ্ডের প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, গ্রেপ্তার বাংলার রাজিবুল]

বক্তব্যের মাঝেই মমতা সমবেত জনতার উদ্দেশে বলে ওঠেন – কেউ মুড়ি নিয়ে এসো তো। জনতার ভিড় থেকে কেউ একজন মুড়ি নিয়ে মঞ্চের দিকে এগিয়ে দেন। ফিরহাদ হাকিম মঞ্চে উঠে একটি সুন্দর ট্রে-তে মুড়ি সাজিয়ে এগিয়ে দেন নেত্রীর দিকে। এরপর মাইকের সামনে সেই মুড়ি রেখেই মমতার আক্রমণ – ”এই সামান্য মুড়িতেও জিএসটি! মানুষকে মুড়ি খেতে গেলেও এবার বাড়তি খরচ করতে হবে। আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।”

[আরও পড়ুন: চব্বিশের লোকসভায় বাংলার বাইরেও জিতবে তৃণমূল, একুশের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের]

এরপর আবার গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) লাগামছাড়া মূল্যবৃদ্ধি ইস্যুতেও একুশের মঞ্চ থেকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। একটি প্রতীকী এলপিজি সিলিন্ডার দেখা গিয়েছিল ভিড়ের মাঝে। তা চোখে পড়ায় মমতা সিলিন্ডারটি মঞ্চে নিয়ে যেতে বলেন। তারপর ডেকে নেন সাংসদ দেবকে। তাঁর হাতেই সেই প্রতীকী সিলিন্ডার তুলে দিয়ে প্রতিবাদের মুখ করে দেন নেত্রী। বলেন, ”এই সিলিন্ডারেরও দাম বাড়ছে উত্তরোত্তর। বুঝতেই পারছেন, আমরা কোন সরকারের আমলে বসবাস করছি।” ইডি-সিবিআই তলবের সঙ্গে জড়িয়ে দিলেন মুড়ি-সিলিন্ডার নিয়ে প্রতিবাদকেও। বললেন, ”ইডি-সিবিআই অফিসাররা কারও বাড়িতে গেলে ভয় পাবেন না। বাড়িতে ডেকে বসান। তারপর সামনে মুড়ি রাখুন, সিলিন্ডারও রাখুন। জানতে চান, এসবের উপর কেন এত দাম চাপানো হল।” এবারের একুশে (21 July) কিন্তু প্রতিবাদের এই ছবি সত্যিই বিশেষ হয়ে রইল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement