Advertisement
Advertisement
TMC

প্রকাশিত ‘জন কি বাত’-এর প্রথম পর্ব, বিজেপিকে বেকারত্ব-নারী সুরক্ষা বাণ তৃণমূলের

মোদি সরকারের আমলে ভারতে বেকারত্বের হার ৪৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে, দাবি শাসকদলের।

TMC slams BJP on its radio program jan ki baat | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 11, 2024 6:03 pm
  • Updated:January 11, 2024 6:41 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভা ভোটকে পাখির চোখ করে ‘মন কি বাত’-এর পালটা ‘জন কি বাতট শুরু করেছে তৃণমূল। প্রথম পর্বেই বেকারত্ব বৃদ্ধি নিয়ে আক্রমণ করা হল বিজেপি সরকারকে। দাবি করা হল, মোদি সরকার প্রতিশ্রুতি সর্বস্ব। যার জেরে হতাশ যুবসমাজ। প্রশ্ন তোলা হল, বেড়ে চলা বেকারত্ব নিয়েও।

বৃহস্পতিবার তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে ‘জন কি বাত’-এর প্রথম পর্ব পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২৩ সালে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে দেশে ২৫ বছরের কম বয়সী স্নাতকদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি এখন বেকার। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দাবি, ২০২২ সালে দেশে বেকারত্বের হার ছিল ৩.২ শতাংশ। এদিকে এমআইই-এর তথ্যভাণ্ডার অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসে ভারতে বেকারত্বের হার দু’বছরের মধ্যে সর্বাধিক। যা পৌঁছেছে ১০.০৯ শতাংশে। কিন্তু মোদি সরকারের আমলেই ভারতে বেকারত্বের হার ৪৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে, এমনটাই দাবি।

Advertisement

[আরও পড়ুন: ‘কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে বললে ছেঁটে ফেলা হবে’, অভিষেককে পাশে নিয়ে বার্তা মমতার]

ভিডিওতে আরও দাবি করা হয়েছে, যে সরকার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান দেয়, বাস্তবে তারাই নারী সুরক্ষায় কোনও কাজ করতে পারেনি। বদলে অপ্রয়োজনীয় বিজ্ঞাপনে অর্থ খরচ করা হচ্ছে। ২০২২ সালে দৈনিক মজুরির ক্ষেত্রে মহিলাদের তাঁদের প্রাপ্য ১৫.৯ শতাংশ থেকে বঞ্চিত করা হয়েছে। মহিলারা তাঁদের যোগ্যতা অনুসারে কাজের সুযোগ পান না। বদলে সংসারের আর্থিক অনটন দূর করতে অন্য কাজ করতে বাধ্য হন।

প্রসঙ্গত, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘জন কি বাতে’র একটি ‘টিজার’ প্রকাশ করা হয়েছিল। উদ্দেশ ছিল, গত ১০ বছরের মোদি সরকারের ব্যর্থতা, ভুয়ো প্রতিশ্রুতি তুলে ধরা। এবার সম্প্রচারিত হল প্রথম পর্ব।

[আরও পড়ুন: মমতার নির্দেশে পদ হারালেন কেশিয়াড়ির ব্লক সভাপতি, বাড়তি দায়িত্ব মানস ভুঁইয়ার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement