অভিরূপ দাস: সম্প্রতি অস্কার জিতেছে দক্ষিণ ভারতীয় সিনেমার গান ‘নাটু নাটু’ (Natu Natu)। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এবার সেই বিতর্ক ঢুকে পড়ল কলকাতা পুরসভার অধিবেশনেও। পুর অধিবেশনে শাসক-বিরোধী তরজার আগুনে ঘি ঢালল এসএস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘আরআরআর’-এর অস্কারজয়ী গানটি। ব্য়াপারটা কী?
সোমবার পুর অধিবেশনে ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাস বলেন, “নাটু নাটু অস্কার জিতেছে। তা দিয়ে সমস্যার ক্ষতয় প্রলেপ দিতে চাইছে কেন্দ্রের সরকার। বিষয়টা এমন যেন অস্কার জিতলে আর কোনও সমস্যা থাকে না।” তাঁর আরও অভিযোগ, “একদিকে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে নাটু নাটু গান শোনাচ্ছে।” অধিবেশনে বিজেপি কাউন্সিলরদের দিকে তাঁর তীর, “নাটু নাটু গান আমরা শুনতে চাই না। চাই দেশের প্রান্তিক সাধারণ মানুষের উপকার হোক।” যা নিয়ে পালটা তোপ দেগেছেন বিজেপির কাউন্সিলররাও। তাঁদের বক্তব্য, “তৃণমূলের নাটু নাটু ভাল লাগবে না এটাই স্বাভাবিক। ওরা তো শোনে এপাং ওপাং ঝপাং।”
শাসক বিরোধী তরজার মধ্যে নজর কেড়েছে তৃণমূলের পুর প্রতিনিধিদের বাজেট অধিবেশনে অনুপস্থিতির হার। গত মাসে হুইপ জারি করেও কাউন্সিলরদের চেতনা যে ফেরাতে পারেনি শাসকদল তার প্রমাণ মিলেছে। সোমবার শুরুতে শাসকদলের ৭০ শতাংশ এলেও লাঞ্চ হতেই হাজিরা পঞ্চাশে শতাংশে পৌঁছে যায়। বিষয়টি নিয়ে হুইপ জারি করেন পুরসভার চিফ হুইপ বাপ্পাদিত্য দাশগুপ্ত। বলা হয়েছে, মেয়রের বাজেট ভাষণ শেষ না হওয়া পর্যন্ত কেউ অধিবেশন কক্ষ ছাড়বেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.