Advertisement
Advertisement

Breaking News

TMC Shahid Diwas

TMC Shahid Diwas: একুশের সকালেই ধর্মতলামুখী জনতা, কোন পথে চলছে যানবাহন?

বেরনোর আগে একঝলকে দেখে নিন শহরের ট্রাফিক।

TMC Shahid Diwas: Take a look at traffic routes of rallies towards 21 July meeting | Sangbad Pratidin

ছবি: বিশ্বজিৎ দাস

Published by: Sucheta Sengupta
  • Posted:July 21, 2023 8:58 am
  • Updated:July 21, 2023 11:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবেগের নাম একুশে জুলাই (TMC 21 July Rally)। এবছর আবার তৃণমূলের (TMC) শহিদ দিবসেই পালিত হবে পঞ্চায়েত নির্বাচনের বিজয় দিবস। ফলে জনসমাগম আরও বেশি। বিভিন্ন জেলা থেকে ঘাসফুল শিবিরের সমর্থকরা আজ সবাই ধর্মতলামুখী (Esplanade)। তাঁদের পথ প্রদর্শনে সকাল থেকে দিকে দিকে দলের অস্থায়ী ক্যাম্প থেকে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবকরা।

Advertisement

বিভিন্ন দিকে সমর্থকদের মিছিল আসছে একুশের মঞ্চের দিকে। কলকাতার চারপাশ প্রায় অবরুদ্ধ। ট্রাফিক নিয়ন্ত্রিত। আজকের দিনে কোন কোন পথে যানবাহন চলছে, কোন পথেই বা মিছিল আসছে, দেখে নিন একঝলকে –

যে পথে মিছিল:

  • শিয়ালদহ থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড।
  • হাওড়া থেকে ব্রিজ পেরিয়ে ব্রাবোর্ন রোড, ডালহৌসি।
  • পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড।
  • হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড, ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড।
  • শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদহ ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড।
  •  বিবেকানন্দ রোড, পাথুরিয়াঘাটা স্ট্রিট, গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ।
  • কলকাতা স্টেশন থেকে আর জি কর রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড অথবা শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ।
  • খিদিরপুর রোড।
  • হেদুয়া থেকে বিধান সরণি, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জি রোড।
  • ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র‌্যান্ড রোড, পলাশি গেট রোড, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং।
ছবি: বিশ্বজিৎ দাস

গাড়ি-বাসের রুট: 

  • উত্তর কলকাতা ও উত্তর শহরতলি থেকে বি টি রোড চিৎপুর হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গাড়ি আসবে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ি পার্ক করে বাকিটা মিছিল।
  • রাজ্যের পশ্চিমাঞ্চল, বর্ধমান, হুগলির দিক থেকে দিল্লি রোড ধরে ডানকুনি, নিবেদিতা সেতু পেরিয়ে ডানলপ, বি টি রোড, দমদম রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড হয়ে মৌলালি। মৌলালিতে গাড়ি পার্ক করে মিছিল।
  • মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা থেকে গাড়ি ভিআইপি রোড, ইএম বাইপাস, পার্ক সার্কাস কানেক্টর ধরে পার্ক সার্কাস। সেখানে গাড়ি পার্ক করে মিছিল।
  • মা ফ্লাইওভার ধরে গাড়ি এসে ময়দানে পার্ক করতে পারবে। সেখান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ার কিছু অঞ্চল থেকে কোনা এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে ময়দানে গাড়ি পার্ক করে মিছিল।
  • দক্ষিণ ২৪ পরগনা থেকে হাজরা পর্যন্ত এসে মিছিল অথবা ময়দান, জওহরলাল নেহরু রোডে গাড়ি পার্ক করে মিছিল।
ছবি: বিশ্বজিৎ দাস

[আরও পড়ুন: লেকটাউনের পর নারায়ণপুর, ভরসন্ধেয় শুটআউটে খুন প্যারোলে মুক্তি পাওয়া আসামি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement