ছবি: বিশ্বজিৎ দাস
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবেগের নাম একুশে জুলাই (TMC 21 July Rally)। এবছর আবার তৃণমূলের (TMC) শহিদ দিবসেই পালিত হবে পঞ্চায়েত নির্বাচনের বিজয় দিবস। ফলে জনসমাগম আরও বেশি। বিভিন্ন জেলা থেকে ঘাসফুল শিবিরের সমর্থকরা আজ সবাই ধর্মতলামুখী (Esplanade)। তাঁদের পথ প্রদর্শনে সকাল থেকে দিকে দিকে দলের অস্থায়ী ক্যাম্প থেকে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবকরা।
বিভিন্ন দিকে সমর্থকদের মিছিল আসছে একুশের মঞ্চের দিকে। কলকাতার চারপাশ প্রায় অবরুদ্ধ। ট্রাফিক নিয়ন্ত্রিত। আজকের দিনে কোন কোন পথে যানবাহন চলছে, কোন পথেই বা মিছিল আসছে, দেখে নিন একঝলকে –
যে পথে মিছিল:
গাড়ি-বাসের রুট:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.