সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন (West Bengal Municipal Polls)। তার আগে শুক্রবার প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল (TMC)। প্রার্থীতালিকায় প্রবীণ, নবীনদের সমন্বয়ে জোর দেওয়া হয়েছে। তবে নেই কোনও বিধায়ক। একই পরিবারের একাধিক সদস্যও প্রার্থী হচ্ছেন না, সেকথা ঘোষণা করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
এবার একনজরে দেখে নেওয়া যাক ১০৮টি পুরসভার ভোটে তৃণমূলের হয়ে কারা লড়াই করছেন।
ক্লিক করে দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের ১০৮টি পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। তারপর থেকে জারি হয় আদর্শ আচরণবিধি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটাভুটি। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের জমা দিতে হবে মনোনয়ন।
১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওইদিনই আবার বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি পুরনিগমের ভোট। রাজ্যের চার পুরনিগমের ভোটের ফলপ্রকাশ ১৪ ফেব্রুয়ারি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.