Advertisement
Advertisement

Breaking News

TMC

ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক পিছিয়ে দিলেন তৃণমূল নেত্রী

১৬ তারিখ নেতাজি ইন্ডোরে হওয়ার কথা ছিল বৈঠক।

TMC postponds meeting on November 16 due to ICC World Cup Match at Eden Gardens | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:November 2, 2023 7:05 pm
  • Updated:November 2, 2023 7:05 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আগামী ১৬ নভেম্বর কলকাতায় বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল (ICC World Cup Cricket 2023)। দ্বিতীয় ম্যাচটি হবে ইডেন উদ্যানে (Eden Gardens)। কলকাতা শহরে এই ম্যাচ নিয়ে যেমন উন্মাদনা থাকবে, তেমনই বাইরে থেকে বহু দর্শকদের আসার সম্ভাবনা শহরে। সবমিলিয়ে বেশ চাপ তৈরি হতে চলেছে। আর ক্রিকেটের নন্দনকাননে এই উন্মাদনা পরিস্থিতি আঁচ করেই ওই দিন ঘোষিত বৈঠক পিছিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দলের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, ১৬ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূল নেত্রীর যে বৈঠকের কথা ছিল, তা ওইদিন হবে না। ১৬ নভেম্বরের বদলে ২৩ নভেম্বর হবে ওই বৈঠক।

উৎসবের মরশুম এখনও কাটেনি। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো মিটতেই তৃণমূলের (TMC) তরফে শুরু হয়েছে বিজয়া সম্মিলনী। ১০ তারিখ তা পর্যন্ত চলবে। তৃণমূল নেত্রীর নির্দেশে ব্লকে ব্লকে এই বিজয়া সম্মিলনী চলছে ছোট আয়োজনের মধ্যে। ‘বিজয়ার শুভেচ্ছা’র মাধ্যমে জনসংযোগ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন নেত্রী। এই পর্ব মিটলে জেলা পরিষদের সদস্য তথা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী ১৬ তারিখ সেই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে।

[আরও পড়ুন: নেটফ্লিক্সে হাজির আনকাট ‘জওয়ান’, নতুন কী চমক থাকছে শাহরুখের এই ব্লকবাস্টার ছবিতে?]

এই মুহূর্তে চলছে ক্রিকেট বিশ্বকাপ। কলকাতায় (Kolkata) বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। আগামী ১৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়েছে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ। সেই কারণে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে দলের তরফে। ১৬ তারিখের বদলে ২৩ তারিখ হবে তৃণমূল সুপ্রিমোর ওই বৈঠক। তাতে যোগ দেবে বিভিন্ন জেলা নেতৃত্ব। থাকার কথা জেলা পরিষদের সদস্যদেরও। এই মুহূর্তে দলের যেমন রাজনৈতিক পরিস্থিতি, তার নিরিখে সংগঠনে কোনও বদল কিংবা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

[আরও পড়ুন: নীতি কমিটির বৈঠকেই ‘অশালীন’ প্রশ্ন, ক্ষোভে ওয়াক আউট মহুয়া-সহ বিরোধী সাংসদদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement