Advertisement
Advertisement
TMC

বিরোধীদের সঙ্গে মাখামাখি নয়, দলের সরকারি কর্মচারি সংগঠনের সদস্যদের নির্দেশ তৃণমূলের

এবার থেকে তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের সদস্য হতে গেলেও পূরণ করতে হবে ফর্ম।

TMC objects its workers from meeting other party supporters | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:January 11, 2023 8:59 pm
  • Updated:January 11, 2023 9:13 pm  

অভিরূপ দাস: বাড়িতে সিপিএম। অফিসে তৃণমূল। এমন দুমুখো সরকারি কর্মচারীদের জন‌্য আরও কড়া শাসকদল। বুধবার রাজ‌্য সরকারি কর্মচারী সংগঠনের চেয়ারম‌্যান মানস ভুঁইয়া জানিয়েছেন, আর এমনটা হবে না। ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো।

সামনে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ‌্য সরকারি কর্মচারী সংগঠনকে ঢেলে সাজাতে চলেছে তৃণমূল (TMC)। চাইলেই আর পশ্চিমবঙ্গ রাজ‌্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস‌্যপদ নয়। পূরণ করতে হবে আবেদন পত্র। সেখানে ব‌্যক্তিগত বিবরণীর পাশাপাশি লিখতে হবে, ‘কেন আমি শাসকদলের সরকারি কর্মচারী সংগঠনে যোগ দিতে চাই।’ সে আবেদনপত্র খতিয়ে দেখবে পশ্চিমবঙ্গ রাজ‌্য সরকারি কর্মচারী ফেডারেশন বা পিআরএসকেএফ (PRSKF)। বুধবার খাদ‌্য দপ্তরের অডিটোরিয়ামে নতুন ফর্মের উদ্বোধন করলেন সংগঠনের চেয়ারম‌্যান রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuniya)। হাজির ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক, নেতা শ‌্যামল পট্টনায়ক। নতুন ফর্ম পাবেন পুরসভা এবং পঞ্চায়েতের স্থায়ী কর্মীরাও।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারত জোড়ো’র শেষদিন শক্তি প্রদর্শন! তৃণমূল-সহ ২১ দলকে আমন্ত্রণ কংগ্রেসের]

শুধুমাত্র সদস‌্যসংখ‌্যা বাড়ানো উদ্দেশ‌্য নয়। মানস ভুঁইয়ার কথায়, ‘‘কার্বাইড দিয়ে পাকানো সদস‌্য চাই না। দেখতে হবে কোন রাজ‌্য সরকারি কর্মচারী মন থেকে সদস‌্য হতে চাইছেন। কারও সামনে হাত কচলাবেন না। অন্তর থেকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে চলতে চান তাঁকেই ডেকে নিন।’’
পাড়ায়, অফিসে তৃণমূলের বাপবাপান্ত করছেন। এমন সিপিএম (CPM) নেতাদের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করতে বারণ করেছেন মন্ত্রী। এ প্রসঙ্গে এদিন নিজের জেলা সবংয়ের এক ব‌্যক্তিকে চিহ্নিত করেছেন তিনি। কমল কর্মকার নামে জেলার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের এক কর্মী তথা সিপিএম (CPM) নেতার সঙ্গে গলাগলি করে ছবি তুলেছেন এক তৃণমূল কর্মী। মন্ত্রীর হুঁশিয়ারি। ‘‘ওখান থেকে সরে এসো। নয়তো তোমায় সড়িয়ে দেবো।’’

[আরও পড়ুন: ত্রিপুরায় বাম-কংগ্রেস জোট কার্যত চূড়ান্ত, কথা মহারাজের দলের সঙ্গেও!]

এ প্রসঙ্গে মানস ভুঁইয়া বলেন, ‘‘এখন বিডিও অফিস, পঞ্চায়েত অফিসগুলো থিকথিক করছে সিপিএম সমর্থিত কোঅর্ডিনেশন কমিটির কর্মীতে। তাঁরা রাজ‌্য সরকারকে বিপদে ফেলতে সদা ব‌্যস্ত। তাদের সঙ্গে মধু মাখিয়ে সম্পর্ক করা যাবে না।’’ তবে বিরোধীদের প্রতি উষ্মা রাখতে বারণ করেছেন মন্ত্রী। বরং তাঁর কথায়, সিপিএম, বিজেপি করলে কোনও সমস‌্যা নেই। কিন্তু আমার দলের কর্মচারী সংগঠন করবেন, আর দলের নিন্দে করবেন তা হবে না। নতুন নিয়ম অনুযায়ী কোনওরকম ব‌্যক্তিগত ক্ষোভ থাকলে সামাজিক মাধ‌্যমে নয়। তা জানাতে হবে দলের মধ্যেই। সদস‌্যপদ দেওয়ার সময় কোনও টাকা নেওয়া যাবে না। মন্ত্রী জানিয়েছেন, যদি কোনও জায়গা থেকে টাকা নেওয়ার খবর আসে তাহলের অভিযুক্তর চাকরি যাবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement