Advertisement
Advertisement
Narada FIR

নারদ মামলা: তদন্ত শেষ করেনি CBI, FIR থেকে নাম বাদের আরজি নিয়ে হাই কোর্টে TMC সাংসদ

রক্ষাকবচও চেয়েছেন তৃণমূল সাংসদ।

TMC MP wants to remove name from Narada FIR, moves to Calcutta HC | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 18, 2023 1:42 pm
  • Updated:April 18, 2023 1:42 pm  

গোবিন্দ রায়: নারদ মামলায় (Narada Case) এফআইআর থেকে নাম অপসারণ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সাংসদ অপরূপা পোদ্দার। মামলা গ্রহণ করেছে আদালত। শুনানি হতে পারে বৃহস্পতিবার।

নারদ মামলা অন্যতম অভিযুক্ত সাংসদ অপরূপা পোদ্দার। ২০১৪ সালের নারদা কান্ডের স্টিং অপারেশন করেছিল ম্যাথিউস স্যামুয়েল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘বাবাকে দিল্লি নিয়ে যাওয়ার পিছনে বড় টাকার খেলা’, মুকুল উধাও কাণ্ডে ‘রহস্য’ দেখছেন শুভ্রাংশু]

উল্লেখ্য, সিবিআইয়ের দায়ের করা এফআইআরে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদ নামে এফআইআর দায়ের করা হয়েছিল। এফআইআরে নাম ছিল সাংসদ অপরূপা পোদ্দারেও।

এ প্রসঙ্গে সাংসদ অপরূপা পোদ্দারের অভিযোগ, সিবিআই এখনও তদন্ত শেষ করতে পারেনি। তাই এবার এফআইআর থেকে নিজের নাম খারিজ এবং রক্ষাকবচের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আবেদন করেছেন অপরূপা।

[আরও পড়ুন: মা হচ্ছেন ইলিয়ানা ডি’ক্রুজ! সন্তানের বাবা কে? সোশ্যাল মিডিয়া জুড়ে উঠছে প্রশ্ন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement