কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: বিতর্কে জড়ালেন প্রবীণ রাজনৈতিক নেতা তথা তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Saugata Roy)। সন্ধ্যার পর যাদের পা টলমল করে, তাদের নির্বাচনের কাজ থেকে দূরে রাখুন। বাগুইহাটিতে দলীয় প্রার্থীর সমর্থনে হওয়া একটি কর্মিসভায় এমন হুঁশিয়ারি দিলেন তিনি। তারপরই তাঁর এই বক্তব্য নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে।
রবিবার বাগুইহাটির একটি সিনেমা হলে রাজারহাট-গোপালপুর বিধানসভার প্রার্থী অদিতি মুন্সির (Aditi Munshi) সমর্থনে একটি কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু- সহ জেলা নেতৃত্ব। সেই সভাতেই কর্মীদের ভাবমূর্তির প্রসঙ্গ টেনে স্থানীয় নেতৃত্বের উদ্দেশ্যে একপ্রকার সাবধানবানী ছুঁড়ে দেন সৌগত রায় । এদিন শুদ্ধিকরণের প্রসঙ্গ শুধু নয়, তৃণমূলের স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের দিকেও ইঙ্গিত করে বার্তা দিয়েছেন সৌগত। গত লোকসভা ভোটে এই বিধানসভা সিটে তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে ছিল। সেই দিকটি উল্লেখ করে তিনি বলেছেন, এই ক্ষত মেরামত করতে গেলে সবকিছু ভুলে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে নেতা এবং কর্মীদের।
প্রসঙ্গত, এই বিধানসভা অঞ্চলে তৃণমূলের একদল কর্মী ভোটের কাজে অংশ নিচ্ছেন না, এই অভিযোগ দলের কাছে আগেই উঠেছিল। সেই দিকটি ইঙ্গিত করে সৌগতবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাঙা পা নিয়ে মানুষের দুয়ারে হাজির হতে পারেন। তবে আপনাদের সবাইকে প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে। একবার না, একাধিকবার যেতে হবে। বোঝাতে হবে, মানুষের স্বার্থে তৃণমূল সরকার কি কি কাজ করেছে। এবং তৃণমূলের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে।”
এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী সুজিত বসু কোনরকম প্ররোচনায় পা না দিতে উপদেশ দেন কর্মীদের। তিনি বলেন, বিজেপি নানাভাবে অনৈতিক পথে নির্বাচনে জিতে আসতে চায়। তাই তাদের প্ররোচনায় পা না দিয়ে সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে। সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরতে হবে মানুষের সামনে। প্রখ্যাত সংগীতশিল্পী অদিতি মুন্সি এবার তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন রাজারহাট-গোপালপুর বিধানসভা আসনে। কর্মীসভায় তিনি বলেছেন, সাধারণ মানুষের ঘরের মেয়ে হিসেবে তাঁকে তুলে ধরা হোক। কর্মীদের সামনে তিনি, একত্রিত হয়ে লড়াইয়ে অংশগ্রহণ করার আবেদন রাখেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.