সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিতে যোগ দেওয়ার মাত্র ছ’মাসের মধ্যেই মোহভঙ্গ! এবার বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কানাঘুষো শোনা যাচ্ছে, তৃণমূলে ফিরতে চাইছেন তিনি। এ বিষয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। কটাক্ষ করে বললেন, “ওঁর মাথার ঠিক নেই।”
এদিন সুনীল মণ্ডলের ঘর ওয়াপসির ইচ্ছে প্রসঙ্গে সৌগত রায় বলেন, “ওঁর মাথার ঠিক নেই। উনি পাঁচ বছরের জন্য তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। মাত্র ২ বছরের মাথায় দল ছেড়ে বিজেপিতে চলে গেলেন। কেন গেলেন? তার যথাযথ কোনও কারণ নেই। আমরা বোঝাতে চেয়েছিলাম, উনি কোনও কথা শুনতে রাজি ছিলেন না।” রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে সৌগত রায় বলেন, ” শুভেন্দু ওকে প্রলুব্ধ করেছিল হয়তো।” তৃণমূল সাংসদ (TMC MP) এদিন স্পষ্ট ভাষায় বলেন, “আমরা সুনীল মণ্ডলের সাংসদপদ খারিজের জন্য আবেদন জানিয়েছি। এবিষয়ে একাধিকবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলেছি। উনি নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবেন। তাই এখন সুনীল মণ্ডল কী বললেন তাতে খুব একটা কিছু হবে না।”
উল্লেখ্য, মঙ্গলবারই সুনীল মণ্ডল বলেছিলেন, “তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছে তারা মানিয়ে নিতে পারছে না। আসলে বিজেপি তাঁদের বিশ্বাস করতে পারছে না। তথাগত রায়, দিলীপ ঘোষরা এদের সম্পর্কে অন্যায় কথা বলছেন। দিলীপ ঘোষ বলেছেন ২০১৯ সালের পর যারা বিজেপিতে এসেছে তাদের আগে বিজেপি হতে হবে। এটা অন্যায় কথা।” অভিমানী সুরে তিনি আরও বলেছিলেন, বড় দল, বড় সংগঠন দেখে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু সংগঠনে তাঁরা কোনও গুরুত্বই না কি পাচ্ছেন না । এই মন্তব্যেই স্পষ্ট যে বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও সুমধুর নয়। আর এই মন্তব্যই উসকে দিয়েছে তৃণমূলে ফেরার জল্পনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.