Advertisement
Advertisement

Breaking News

নারদ কাণ্ডে সিবিআই দপ্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাজিরা এড়ালেন শোভন

সূত্রের খবর, প্রাক্তন ফুটবলারের ভয়েস রেকর্ড করবেন তদন্তকারীরা৷

TMC MP Prasun Banerjee appeared to CBI on CGO complex in Kolkata
Published by: Tanujit Das
  • Posted:August 31, 2019 2:51 pm
  • Updated:August 31, 2019 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ অপারেশন কাণ্ডে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ শনিবার সকালে সিবিআই দপ্তরে যান তিনি৷ সূত্রের খবর, নারদ স্টিং কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন ফুটবলারের ভয়েস রেকর্ডিংয়ের করবেন তদন্তকারীরা৷ এরপর তাঁকে জেরাও করা হবে৷

[ আরও পড়ুন: পুজোর আগে সুখবর, কলকাতার ২৪টি মেট্রো স্টেশনেই মিলবে বিনামূল্যে ওয়াইফাই ]

Advertisement

নারদ স্টিং অপারেশন কাণ্ডে সম্প্রতি বেশ তৎপর হয়েছে সিবিআই৷ এই মর্মে স্টিং অপারেশনে অভিযুক্ত ১১ বিধায়ক ও সাংসদকে সমন পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যে তালিকায় নাম রয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, অপরূপা পোদ্দার, সৌগত রায়ের। রয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের নামও। তাঁদের প্রত্যেককে সিবিআই দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়৷ সিবিআই সূত্রে খবর, ভয়েস রেকর্ডিংয়ের জন্য এদের প্রত্যেককে ডাকা হয়েছে৷ এছাড়া জেরাও করা হবে তাঁদের৷ যদিও, এদিন সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ সূত্রের খবর, প্রতিনিধি মারফত তদন্তকারীদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি৷ সেই চিঠিতেই না যাওয়ার কারণ উল্লেখ করেছেন বেহালা পূর্বের বিধায়ক৷

[ আরও পড়ুন: পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য আলিপুরে ]

জানা গিয়েছে, চিঠিতে শোভন জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনি পরামর্শ নিতে বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি৷ সেজন্য শনিবার তদন্তকারীদের সামনে হাজির হতে পারবেন না তিনি৷ তবে দিল্লি থেকে ফিরে অবশ্যই যাবেন৷ সেজন্য তদন্তকারীদের কাছে সময়ও চেয়ে নিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র৷ স্টিং অপারেশন কাণ্ডে ইতিমধ্যে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল ও কেডি সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে সিবিআই৷ জেরায় স্যামুয়েল দাবি করেছে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর স্টিং অপারেশন করতে বলেন কেডি সিং। সেই কারণেই তাঁকে টাকা দিয়েছিলেন কেডি। সেই তথ্য প্রথমে অস্বীকার করেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। কিন্তু স্টিং অপারেশন সংক্রান্ত একটি মেসেজ গোয়েন্দারা দেখানোর পর মুখে কুলুপ আঁটেন কেডি। তদন্তে উঠে এসেছে, শুধু অভিষেকই নন, প্রত্যেকের উপরই স্টিং অপারেশন হয়েছে কেডি সিংয়ের নির্দেশেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement