Advertisement
Advertisement
Nusrat Jahan

‘ভালবাসা ব্যক্তিগত, কারও কিছু বলার থাকতে পারে না’, ‘লাভ জেহাদ’ ইস্যুতে বিজেপিকে তোপ নুসরতের

বিজেপিকে 'বিষ' বলেও কটাক্ষ করেন নুসরত জাহান।

TMC MP Nusrat Jahan slams 'Love Jihad' law ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 22, 2020 9:07 am
  • Updated:November 22, 2020 9:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাভ জেহাদ’ (Love Jihad) রুখতে তৎপর দেশের বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের সরকার। এই মর্মে নয়া আইন আনতে চলেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। গেরুয়া শিবিরের এই সিদ্ধান্তের চূড়ান্ত সমালোচনায় সরব উত্তর ২৪ পরগনার বসিরহাটের তারকা তৃণমূল সাংসদ নুসরত জাহান।

শনিবার কলকাতায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান অভিনেত্রী-সাংসদ। গেরুয়া শিবিরকে ‘বিষ’ বলে কটাক্ষ করেন নুসরত (Nusrat Jahan)। ‘লাভ জেহাদ’ রুখতে তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখের বিষয়। লাভ এবং জেহাদ কখনও এক হতে পারে না। ভালবাসা সম্পূর্ণ ব্যক্তিগত। আমি কাকে ভালবাসব তা নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না। বিজেপিকে (BJP) আমার একটাই পরামর্শ তারা আগে ভালবাসা যে ব্যক্তিগত সে সম্পর্কে বুঝুক। তাদের ভালবাসতেও শেখা উচিত।”

Advertisement

[আরও পড়ুন: দীর্ঘদিনের প্রেম বদলে যাচ্ছে পরিণয়ে, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে উত্তর কুমারের নাতি গৌরব]

ধর্মীয় ভেদাভেদের কথা মাথায় না রেখে নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরত। বিয়ের পর প্রথমবার সংসদে যাওয়ার সময় তাঁর মাথায় সিঁদুর এবং মঙ্গলসূত্রও পরতে দেখা যায়। আর তারপর থেকেই হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েন তিনি। শুধু তাই নয় রথযাত্রার সময় রশিতে টান দেওয়ার ফলেও কটাক্ষ শুনতে হয় তাঁকে। তারকা সাংসদের এ প্রসঙ্গে বক্তব্য, “আমি যখন মাজারে যাই তখন তা নিয়ে কারও কোনও মাথাব্যথা থাকে না। এমনকী কোনও সংবাদমাধ্যমেও তা প্রকাশিত কিংবা প্রচারিত হয় না। কিন্তু আমি যখন কোনও হিন্দুদের অনুষ্ঠানে অংশ নিই তখন তা নিয়ে আলোচনার শেষ নেই। আমি নুসরত। আমি বাঙালি মুসলমান পরিবারের মেয়ে। তবে আমি ধর্মনিরপেক্ষ। আমি প্রথমত একজন বাঙালি। আমরা ধর্মনিরপেক্ষভাবে সকলকে ভালবাসতে পারি। আর এটা কোনও ভুল নয়।” বসিরহাটের সাংসদের পালটা কোনও প্রতিক্রিয়া এখনও গেরুয়া শিবিরের তরফে পাওয়া যায়নি।

[আরও পড়ুন: আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ নীল-তৃণা, জানালেন দিনক্ষণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement