Advertisement
Advertisement
Kalyan Bannerjee

‘রাজনৈতিক প্রতিহিংসা’, মুখ্যসচিব-ডিজিকে তলব নিয়ে পালটা কেন্দ্রকে চিঠি কল্যাণের

কেন্দ্রের এই পদক্ষেপ 'অসাংবিধানিক', অভিযোগ কল্যাণের।

Bengali news: TMC MP Kalyan Banerjee writes to Home Secretary of GoI over summoning Chief Secy & Director General of Police | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 12, 2020 12:58 pm
  • Updated:December 12, 2020 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bennerjee)। কেন্দ্রের এই পদক্ষেপের পিছনে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ রয়েছে বলেও চিঠিতে অভিযোগ করেছেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে আগামী ১৪ ডিসেম্বর বাংলার ডিজিপি এবং রাজ্যের মুখ্যসচিবকে তলব করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু তাঁরা দিল্লিতে হাজিরা দেবে না বলে শুক্রবারই জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপর আরও একধাপ এগিয়ে চিঠি দিলেন সাংসদ।

Advertisement

[আরও পড়ুন : বিপন্মুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে]

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে লেখা চিঠিতে সাংসদ (MP) বলেছেন, “সংবিধান বলছে, আইন-শৃঙ্খলা রাজ্যের অভ্যন্তরীণ বিষয়। সেই সংক্রান্ত বিষয় রাজ্যের মুখ্যসচিব ও ডিজি-কে কীভাবে কেন্দ্র তলব করতে পারেন? সংবিধানে কোথায় এর সংস্থান রয়েছে?” একইসঙ্গে তৃণমূল সাংসদের অভিযোগ, মনে হচ্ছে এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।

শুক্রবারই স্বরাষ্ট্রসচিবকে রাজ্যের তরফে লিখিতভাবে সাফ জানিয়ে দেওয়া হয়, ১৪ ডিসেম্বরের বৈঠকে কেউ যোগ দেবেন না। পাশাপাশি মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এও স্পষ্ট করে দেন যে, বিজেপির সর্বভারতীয় সভাপতির জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্তই করা হয়েছিল। এবং এই ঘটনায় ইতিমধ্যেই তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ওয়াকিবহাল মহল বলছে, সংবিধানের এরকম সংস্থান রয়েছে। যাতে কেন্দ্র সরকারে চাইলে নিজের অধিকার প্রয়োগ করতে পারে।

উল্লেখ্য,দুদিনের সফরে বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথমদিন হেস্টিংসে দলীয় কার্যালয়ের সামনে নাড্ডার সামনে বিক্ষোভ দেখানো হয়। এরপর ডায়মণ্ড হারবারের যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর কেন্দ্রের তরফে রাজ্যপালকে চিঠি দেওয়া হয়।

[আরও পড়ুন : অমিত শাহের আগেই সংঘপ্রধান মোহন ভাগবতের কলকাতা সফর, রয়েছে একাধিক কর্মসূচি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement