সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি ভাল হবে না। ইদের শুভেচ্ছা জানাতে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এভাবেই বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা ভেদাভেদ চায়, তাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বানও জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শনিবার সকাল থেকেই শহরজুড়ে ইদের মেজাজ। এই উপলক্ষেই রেড রোডের বিশেষ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) শাসকদলের নেতা-মন্ত্রীরা। সেখানেই নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তিনি বলে দেন, ধর্মের নামে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে অনেকে। কিন্তু সেই প্ররোচনায় পা দেবেন না। যে চাঁদ দেখে আপনারা ইদ পালন করেন, তার কি কোনও ধর্ম আছে? হিন্দুদের পরবও তো চাঁদ দেখে হয়, তার কোনও ধর্ম হয় না। শরীরে যে রক্ত বইছে, তার কোনও ধর্ম হয় না। চাঁদ-সূর্য, গাছ-পালা, পাখিদের কলোরবের কোনও ধর্ম হয় না। বাংলায় ধর্মের নামে কোনও ভেদাভেদ নেই। আর সেই জন্যই বাংলা বাকিদের থেকে আলাদা।
এরপরই নাম না করে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, “যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি কী হবে, তা আগামী দিনে স্পষ্ট হয় যাবে। যারা আমাদের কাছে সার্টিফিকেট চাইছে, তারা আগে নিজেদের সার্টিফিকেটটা দেখাক।” এই ভেদাভেদ রুখতেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াইয়ের ডাক দেন তিনি। সেই সঙ্গে নিশ্চিন্তে ইদের উৎসবে মেতে ওঠার কথা বলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন মোদি সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেন, “বাংলায় এনআরসি করতে দেব না।” রেড রোডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্ক সার্কাসে রিজওয়ান রহমানের বাড়িতেও যান অভিষেক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.