Advertisement
Advertisement

Breaking News

Abhisek Banerjee

TMCP Foundation Day: ‘যে রাজ্যে পা রাখব সেটাই দখল করব’, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

'মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখলে ভূমিকম্প হবে', বললেন অভিষেক।

TMC MP Abhishek Banerjee slams BJP, challenges Amit Shah | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 28, 2021 3:00 pm
  • Updated:August 28, 2021 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর শুধু বাংলায় (West Bengal) নয়, এবার গোটা দেশেই বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে ফের একবার শাহকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC leader Abhishek Banerjee)। বললেন, “যে রাজ্যে পা রাখব সেটাই দখল করব। ধমকে চমকে তৃণমূলকে আটকে রাখা যাবে না।” তুলে আনলেন বাংলায় বিজেপির পরাজয়ের কথাও।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) ভারচুয়াল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন অভিষেক। তাঁরা মিনিট সাতেকের বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল ত্রিপুরার (TMC in Tripura) কথা। বঙ্গজয়ের পর থেকে উত্তর পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরা দখলের উদ্দেশে ঝাঁপিয়েছে তৃণমূল। পদে পদে সেখানে বাধা পাচ্ছে ঘাসফুল শিবির। এদিন সেই বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ারই বার্তা দিলেন অভিষেক। কী বললেন তিনি?

Advertisement

[আরও পড়ুন: TMCP Foundation Day: ত্রিপুরায় TMCP প্রতিষ্ঠা দিবস পালন, টুইটে ছাত্রদের শুভেচ্ছা মমতা-অভিষেকের]

TMCP

ভারচুয়াল অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিষেক চ্যালেঞ্জ ছোড়েন, “যেখানে যেখানে বিজেপি (BJP) রয়েছে। সেখানে মানুষ পদদলিত। সেই রাজ্য বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনব। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। সেই লক্ষ্যে অবিচল আমরা।” তাঁর কথায়, “ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই।” তাঁর কথায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এগিয়ে যাবে তৃণমূল (TMC)। 

 

ত্রিপুরা নিয়ে বলতে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “ত্রিপুরায় সংগঠন বাড়াচ্ছে তৃণমূল। সেখানে পা রাখতেই ভয় পাচ্ছে বিজেপি। ওদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। তাও তো এখনও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ত্রিপুরায় পা রাখেননি। উনি পা রাখলে ত্রিপুরায় ভূমিকম্প হবে।” অসম, ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর এই কাজে ছাত্র-যুবদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিষেক। 

[আরও পড়ুন: রেল লাইনে ধস, মেরামতির জেরে ব্যাহত শিয়ালদহ-বনগাঁ আপ শাখার ট্রেন চলাচল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement