ক্ষীরোদ ভট্টাচার্য: মদন মিত্রের তৎপরতা সত্ত্বেও হল না শেষরক্ষা। মেডিক্যালে মৃত্যু এসএসকেএম হাসপাতাল ফেরত যুবক শুভদীপ পালের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
বাইক দুর্ঘটনায় জখম হন শুভদীপ পাল নামে ওই যুবক। তিনি নিজেও একজন স্বাস্থ্যকর্মী ছিলেন। গত শুক্রবার রাতে যুবককে নিয়ে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভরতি করাতে যান স্বয়ং মদন মিত্র। অভিযোগ, সেখানে রোগীর চিকিৎসা হয়নি। বেড খালি নেই বলে তাঁকে জানানো হয়। বিধায়ক নিজে মেডিক্যাল অফিসারের সঙ্গে কথা বলতে চান। কিন্তু সুরাহা হয়নি তাতে।
এরপর তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে ফোন করে বিষয়টি জানান। সমাধান মেলেনি তাতেও। ক্ষোভে ফেটে পড়েন মদন মিত্র। সিপিএম আমলে ১ মিনিটেই হাসপাতালে রোগী ভরতি করানো যেত, এমন মন্তব্য করে এই মুহূর্তে হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ করেন। দিনভর এসব চলার পর শনিবার সন্ধেয় বিষয়টি নিয়ে দলের তরফে মদন মিত্রর সঙ্গে কথা বলে শৃঙ্খলাবজায় রাখার বার্তা দেওয়া হয়।
এসএসকেএম হাসপাতালে প্রত্যাখ্যাত হয়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হন শুভদীপ পাল। রবিবার ওই হাসপাতালে তাঁকে দেখতে যান মদন মিত্র। রোগীকে দেখতে গিয়ে মেডিক্যাল কর্তৃপক্ষকে প্রশংসায় ভরিয়ে দেন। বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রীর ভূমিকার কথাও। তবে মঙ্গলবার সকালে সব শেষ। হাসপাতাল সূত্রে খবর, তিনবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শুভদীপের। দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ মদন মিত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.