Advertisement
Advertisement
TMC

টাকার বিনিময়ে টিকিট বিক্রি! বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে ইদ্রিশ আলি

বিধায়কের আচরণে প্রবল ক্ষুব্ধ পরিষদীয়মন্ত্রী।

TMC MLA Idris Ali may face punishment for his comment | Sangbad Pratidin

ভগবানগোলার প্রয়াত বিধায়ক ইদ্রিশ আলি। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:September 24, 2023 10:43 am
  • Updated:September 24, 2023 10:43 am

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভার শৃঙ্খলা নিয়ে ফের কড়া পদক্ষেপের ইঙ্গিত কমিটির চেয়ারম‌্যান তথা পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায়ের। ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি সদ‌্য প্রকাশ্যে দলের কিছু বিষয় নিয়ে মন্তব‌্য করে বিতর্ক বাঁধিয়েছেন। আর তা করেছেন বিধানসভায় দাঁড়িয়ে। তাঁর এমন আচরণে প্রবল ক্ষুব্ধ পরিষদীয়মন্ত্রী।

শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, “ইদ্রিশ যা বলেছেন না জেনে বলেছেন। দলের যা নির্দেশ তা মানতে হবে। উনি মাঝে মধ্যেই এমন কথা বলেন।” এর পরই বলে দেন দল এটাকে ভালোভাবে নেবে না। বিষয়টি নিয়ে তিনি মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কাছে রিপোর্ট করবেন বলে জানিয়ে দিয়েছেন। বলেছেন, “শৃঙ্খলা রক্ষা কমিটি আগেও ওঁকে সাবধান করেছে। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। উনি একজন সাংসদ ছিলেন, এখন বিধায়ক। দল এটাকে সহজ করে নেবে না। আমাকে ব্যবস্থা নিতে বললে নেব। আমি মুখ্যমন্ত্রীকে জানাব।” ঠিক কী বলেছিলেন ইদ্রিশ?

Advertisement

[আরও পড়ুন: ‘চাকরি চাই’, বারাণসীতেই প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে ঝাঁপ যুবকের, টেনে নিয়ে গেল নিরাপত্তারক্ষী]

বিধানসভার বাইরে দাঁড়িয়ে ভগবানগোলার বিধায়ক বলেন, “টিকিট দেওয়ার নাম করে ব্লক সভাপতি টাকা নিয়েছেন। ভগবানগোলা-২ ব্লকে যে ধরনের ঘটনা ঘটেছে, কিছু না হলেও সেখানে ৩০-৪০ লক্ষের গল্প রয়েছে। আমাদের পরিবর্তনের দরকার। ব্লক সভাপতিদের সব থেকে বেশি বদলের প্রয়োজন।” স্বাভাবিকভাবেই দলীয় বিধায়কের এধরনের মন্তব্যের জেরে অস্বস্তিতে ঘাসফুল শিবির।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শৃঙ্খলারক্ষা কমিটির তরফে শৃঙ্খলাভঙ্গকারী কিছু বিধায়ককে নিয়ে ব‌্যবস্থার কথা জানিয়েছেন পরিষদীয়মন্ত্রী। অধিবেশনে হাজিরা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। এবার থেকে মন্ত্রী-বিধায়কদের হাজিরা খাতা মুখ‌্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন পরিষদীয়মন্ত্রী। সেই প্রেক্ষিতে ইদ্রিশও শাস্তির মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: রাজ্য অফিসেই ‘গৃহহীন’ রাহুল-দিলীপ, ‘আগে বলা উচিত ছিল’, অভিমান প্রাক্তন রাজ্য সভাপতির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement