Advertisement
Advertisement
Humayun Kabir

শোকজের জবাব দেওয়ার আগে সুব্রত বক্সিকে ফোন বিধায়ক হুমায়ুন কবীরের, কী উত্তর মিলল?

বেশ কিছুদিন ধরেই দলবিরোধী মন্তব্য করছিলেন হুমায়ুন কবীর।

TMC MLA Humayun Kabir have to submit written response to show cause
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 1, 2023 3:00 pm
  • Updated:August 1, 2023 3:02 pm  

নব্যেন্দু হাজরা: ভোটের আগে থেকেই বারবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দলের তরফে শোকজ করা হয়েছে তাঁকে। এবার বিধায়ককে ৬ টি প্রশ্নের লিখিত উত্তর দেওয়ার নির্দেশ দিলেন সুব্রত বক্সি।

মঙ্গলবার বিধানসভায় গিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় শোকজ প্রসঙ্গে। তাতে বিধায়ক জানান, শোকজ প্রসঙ্গে সুব্রত বক্সিকে ফোন করেছিলেন তিনি। সেই সময় তিনি সংসদ অধিবেশনে থাকায় ফোন ধরতে পারেননি। এরপর সুব্রত বক্সিই ফোন করেন তাঁকে। দুজনের মধ্যে কথা হয়েছে। বিধায়ক জানিয়েছেন, সুব্রতবাবু তাঁকে ছটি প্রশ্নের উত্তর লিখিতভাবে তৃণমূল ভবনে জয়প্রকাশ মজুমদারের কাছে পৌঁছে দিতে বলেছেন। সেই নির্দেশ পালন করবেন বলেই জানিয়েছেন বিধায়ক।

Advertisement

[আরও পড়ুন: এবার প্রাইভেট ডাক্তার, শিক্ষকদেরও নিতে হবে ‘ট্রেড লাইসেন্স’, দিতে হবে পুর কর, সিদ্ধান্ত এই পুরসভার]

পঞ্চায়েত ভোটের আগে থেকেই বেসুরো শোনাচ্ছিল হুমায়ুনকে (Humayun Kabir)। ভোটের পর আবার আরও খোলাখুলি দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি। দলের জেলা নেতৃত্বকে নিয়মিত তোপ দেগে আসছিলেন ভোটের আগে থেকেই, ভোটের পর সুর আরও চড়িয়ে প্রয়োজনে নির্দলদের সমর্থনে বোর্ড গঠনের হুঁশিয়ারি দেন। এমনকী পঞ্চায়েত হিংসা নিয়েও দলকে অস্বস্তিতে ফেলে একের পর এক বেফাঁস মন্তব্য করে গিয়েছেন তিনি। যার জেরে ভোট এবং একুশে জুলাই মিটতেই ভরতপুরের বিধায়ককে শোকজ করা হয়।

[আরও পড়ুন: চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল পাচ্ছেন রাজ্যের ৬ IPS, তালিকায় জঙ্গলমহলের ২ পুলিশ সুপারও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement