সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ কালীঘাটের কর্মসমিতির বৈঠক। বেরিয়ে দলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদমাধ্যমের মুখোমুখি হন। জানান, উপনির্বাচনের ফলের জন্য রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। সকলের পাশে থাকার বার্তা দিয়েছেন। এর পরই দলের কর্মসমিতির নতুন ৫ সদস্যদের নাম ঘোষণা করেন চন্দ্রিমা। এছাড়া জানান, মোট তিনটি কমিটি তৈরি করা হয়েছে। তাতে কারা থাকছেন, তাঁদের নামও জানালেন তিনি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মুখপাত্রদের নামও জানালেন চন্দ্রিমা।
কর্মসমিতির বৈঠকে দলের রদবদল হতে পারে, তা আগেই শোনা যাচ্ছিল। কে কে বাদ পড়বেন, কার হাতেই যা দেওয়া হবে নতুন দায়িত্ব তা নিয়ে জল্পনাও চলছিল। এদিনের বৈঠক শেষ হতেই চন্দ্রিমা ভট্টাচার্য দিলেন রদবদলের তথ্য। জানা যাচ্ছে, কর্মসমিতির সদস্য হচ্ছেন আরও ৫ জন। তাঁরা হলেন, বিমান বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, মানস ভুঁইঞা, জাভেদ খান। সংবাদমাধ্যমের সামনে যারা তৃণমূলের হয়ে বক্তব্য রাখবেন, এদিন তাঁদের নামও ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। জানিয়েছে, অর্থ সংক্রান্ত বিষয়ে বলবেন অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টচার্য। শিল্পের ক্ষেত্রে শশী পাঁজা, পার্থ ভৌমিক। উত্তরবঙ্গের যে কোনও ইস্যুতে বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বরাইক। ঝাড়গ্রাম সংক্রান্ত বিষয়ে বলবেন বীরবাহা হাঁসদা। চা বাগান সংক্রান্ত ইস্য়ুতে বলবেন মলয় ঘটক।
সার্বিক ইস্যুতে সংবাদমাধ্যমে বক্তব্য পেশ করতে পারবেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইঞা, কুণাল ঘোষ, শশী পাঁজা, সুমন কাঞ্জিলাল। মুখপাত্রদের কো-অর্ডিনেট করবেন অরূপ বিশ্বাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.