Advertisement
Advertisement

Breaking News

Sukhendu Shekhar Roy opens up on Hanskhali rape case

Hanskhali Rape Case: ‘৯৩ শতাংশ ধর্ষণই ঘটে পরিবারের অভ্যন্তরে’, হাঁসখালি কাণ্ডে মন্তব্য সুখেন্দুশেখরের

তৃণমূল সাংসদের মন্তব্যের বিরোধিতায় সরব রাজনৈতিক মহল।

TMC leader Sukhendu Shekhar Roy opens up on Hanskhali rape case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 13, 2022 5:25 pm
  • Updated:April 13, 2022 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁসখালি ধর্ষণ কাণ্ড (Hanskhali Rape Case) নিয়ে রাজ্যজুড়ে তুমুল হইচই। এই ঘটনা নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, “৯৩ শতাংশ ধর্ষণই ঘটে পরিবারের অভ্যন্তরে।” তাঁর এই মন্তব্যের নিন্দায় সরব বিরোধীরা।

গত সোমবার হাঁসখালিতে কিশোরীকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ওই কিশোরী সত্যিই ধর্ষিত হয়েছে নাকি সে অন্তঃসত্ত্বা ছিল, সে প্রশ্ন তোলেন তিনি। তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পালটা ব্যাখ্যা দিতে যান সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, “এ ধরনের ঘটনা বন্ধ করতে হলে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়। সমাজের অবক্ষয় মেটাতে হবে। এখন যদি সেই জায়গাকে সবাই মিলে রক্ষা না করা হয়, তাহলে কিছুই হবে না। সিবিআই, পুলিশ কিছুই করতে পারবে না।” ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট উল্লেখ করে তৃণমূল সাংসদ আরও বলেন, “ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ৩৪ হাজার যৌন হেনস্তার ঘটনার ৯৩ শতাংশই পরিবারের মধ্যে ঘটছে। যাতে জড়িত আত্মীয় বা বন্ধু। এই বিষয়টি মাথায় রেখে সকলের সমালোচনা করা উচিত।”

Advertisement

[আরও পড়ুন: ‘মেয়ের দেহ পুড়িয়ে দেয় ধর্ষকরাই’, হাঁসখালি কাণ্ডে বিস্ফোরক নির্যাতিতার বাবা]

হাঁসখালি ধর্ষণ কাণ্ডের তদন্ত করছে সিবিআই (CBI)। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Roy) এদিন আরও একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও সন্দেহপ্রকাশ করেন। তিনি বলেন, “সিবিআই কি সর্বরোগহর? এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও আস্থা আছে? নইলে কেন তিনি সম্প্রতি সিবিআইকে নিরপেক্ষ থাকার পাঠ পড়ালেন? “

তৃণমূল সাংসদের এই মন্তব্য ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। বিরোধীরা ক্ষোভ উগরে দিয়েছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করেছেন তৃণমূল সাংসদ। এটা ধামাচাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছু নয়।” বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মন্তব্যের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “কমপক্ষে উনি দুঃখপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী তো তাও করেননি। যে ঘটনাগুলি ঘটেছে তাতে পরিবার নেই। তাতে তৃণমূল পরিবার রয়েছে।” 

[আরও পড়ুন: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগপ্রকাশ, আজই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement