Advertisement
Advertisement
Rain

টানা বৃষ্টিতে জল থইথই চারপাশ, হাঁটুজলে নেমে এলাকা ঘুরে দেখলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

বৃষ্টির জন্য বাতিল হয়েছে সাংসদের একাধিক কর্মসূচি।

TMC leader Sougata Roy takes stock of flooded area as heavy rains lashes Kolkata | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 20, 2021 3:35 pm
  • Updated:September 20, 2021 3:35 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: টানা বৃষ্টিতে (Rain) জল থইথই গোটা রাজ্য। কলকাতার (Kolkata) পরিস্থিতিও একই। জলের নিচে কলকাতার অধিকাংশ রাস্তা। একই অবস্থা লেক গার্ডেন্সের। তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির সামনে কার্যত এক হাঁটু জল। বৃষ্টি কিছুটা কমতেই বাড়ির পোশাকে রাস্তায় নামলেন সাংসদ। জল পেরিয়েই ঘুরে দেখলেন আশপাশের এলাকা।

নিম্নচাপের কারণে সোমবার ভোররাত থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা বাংলা (West Bengal)। জেলা থেকে কলকাতা, সর্বত্র জল থইথই। সকাল থেকেই ঘরবন্দি মানুষ। অনেকে আবার বাধ্য হয়ে ছাতা মাথায় দিয়ে রওনা হয়েছেন অফিসের উদ্দেশ্যে। সোমবার সকালে বৃষ্টি খানিকটা কমতেই বাড়ির সামনে জমা জলে দেখা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়কে (TMC MP Saugata Roy)।

Advertisement

[আরও পড়ুন: প্রবল বর্ষণে দুর্যোগ, নৌকায় ফেরার পথে বজ্রপাতে মৃত বাঁকুড়ার যুবক, বাগুইআটিতে ভাঙল বাড়ি]

সোমবার সকালে ঘরের পোশাক  অর্থাৎ লুঙ্গি ও পাঞ্জাবি পরে বাড়ির সামনে রাস্তায় বেরোন সাংসদ। জল পেরিয়ে এদিক-ওদিকের পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁকে দেখেই একাধিক অভিযোগ করেন পড়শিরা। প্রত্যেককেই দ্রুত জলযন্ত্রণা দূর করার আশ্বাস দিয়েছেন তিনি। সাংসদ জানিয়েছেন, সোমবার একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু বৃষ্টির কারণে তা বাতিল হয়ে গিয়েছে।

উল্লেখ্য, শহরবাসীর জলযন্ত্রণা কমাতে সকাল থেকে পথে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেছেন পুরসভার আধিকারিকরা। কলকাতার সাড়ে সাতশোর বেশি পাম্পিং স্টেশনে খোলা হয়েছে, যার মাধ্যমে জমা জল বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া বিকেল ৩টে পর্যন্ত লকগেট বন্ধ থাকবে। এদিকে কলকাতা বিমানবন্দরের (Netaji Subhash Chandra Bose International Airport) টারম্যাক জলমগ্ন। বিমান ওঠানামা করছে দেরিতে।

 

[আরও পড়ুন: মালদহে জ্বরে মৃত্যু আরও ১ সদ্যোজাতের, জলপাইগুড়ি হাসপাতালে ভরতি শিশুর শরীরে মিলল করোনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement