সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। ঘটনার নেপথ্যে রাজনীতি রয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই নিয়েই এবার শাহকে আক্রমণ করলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য।
গত শুক্রবার সকালে কাশীপুর রেল কলোনি এলাকায় উদ্ধার হয়েছিল বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করেছিলেন, এটা রাজনৈতিক খুন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট বলছে, আত্মঘাতী হয়েছেন অর্জুন। এরপরই অমিত শাহকে তুলোধোনা করলেন শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার দুই মন্ত্রী বলেন, “উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসে বললেন রাজনৈতিক খুন। ওনার এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য একেবারেই মেনে নেওয়া যায় না। তদন্তের আগে কীভাবে এরকম কথা বললেন তিনি? এভাবে মানুষের মন জয় করা যায় না। ওনাকে ক্ষমা চাইতে হবে।” মৃতের পরিবারের আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেও বিঁধেছেন রাজ্যের দুই মন্ত্রী।
উল্লেখ্য, বিজেপি নেতার ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে, গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে অর্জুনের। ফাঁস লাগার আগে পর্যন্ত তাঁর দেহে প্রাণ ছিল। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল, দেহে কোনও ধস্তাধস্তির চিহ্ন ছিল না। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। সেই রাজ্য পুলিশের তদন্তেই আস্থা রাখল আদালত।
ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট রাজ্যের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে পরিবার আবেদন জানালে তাঁদেরকে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। মামলাটির পরবর্তী শুনানি ১৯ মে। সেদিন তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.