Advertisement
Advertisement

Breaking News

Jyotipriya Mallick

Jyotipriya Mallick: ED তল্লাশির মাঝেই বিজয়ার শুভেচ্ছা জানাতে জ্যোতিপ্রিয়র বাড়িতে মিষ্টি হাতে সব্যসাচী!

'জানতামই না তল্লাশির কথা', মন্ত্রীর দেখা না পেয়ে বললেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান।

TMC leader Sabyasachi Dutta visits Jyotipriya Mallick residence during ED raid to wish Bijoya | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 26, 2023 1:12 pm
  • Updated:October 26, 2023 4:58 pm  

দিশা ইসলাম, সল্টলেক: দুর্গাপুজো মিটতেই ফের সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও জেলার বিভিন্ন এলাকায় ইডি (ED) তল্লাশি শুরু করেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) একাধিক বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি। সকালে সল্টলেকে (Salt Lake) মন্ত্রীর ও তাঁর আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা।  এরই মধ্যে দুপুরে মিষ্টি হাতে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে হাজির হলেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)! তবে দেখা হল না। 

রেশন (Ration) দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি শুরু করেন। সাড়ে ৬ ঘণ্টা ধরে তা চলছে। এর পর দুপুর সাড়ে ১২টা নাগাদ জ্যোতিপ্রিয়র বাড়ি বিসি ২৪৫-তে পৌঁছে যান সব্যসাচী দত্ত। হাতে তাঁর মিষ্টির প্যাকেট। কিন্তু বাড়ির গেটেই তাঁকে আটকান সিআরপিএফ (CRPF) জওয়ানরা। জানান, তিনি এই মুহূর্তে ভিতরে যেতে পারবেন না। সব্যসাচী দত্ত জানান, তিনি স্রেফ মিষ্টি নিয়ে বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়েছেন। 

Advertisement

[আরও পড়ুন: স্কুল শিক্ষকদের পদোন্নতির নীতিতে বদল? নয়া ব্যবস্থার পথে রাজ্য

এর পর জওয়ানরা তাঁকে বাইরে অপেক্ষা করিয়ে ভিতরে যান। কিছুক্ষণ পর ফিরে জানান, জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই দেখা করতে চাইছেন না। ফলে মিষ্টি হাতেই ফিরে যান সব্যসাচী দত্ত। ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে, তা তিনি জানতেনই না। তাই বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। তবে দেখা হল না। মিষ্টিও দেওয়া হল না।  

[আরও পড়ুন: ভোটমুখী রাজস্থানে তৎপর ED, সমন গেহলটের ছেলেকে, কংগ্রেস সভাপতির বাড়িতেও তল্লাশি]

সব্যসাচী দত্ত বলেন, ”আমি বিজয়া করতে এসেছি। আর আমার বাড়িতে লক্ষ্মীপুজো, তার জন্য বলতে এসেছি। কাল দিদির বাড়িও গিয়েছিলাম। আমি তো কিছুই জানি না এসবের। সকাল থেকে টিভি দেখিনি। আর এসব বিষয়ে আমি বলার কেউ নই। আইন দেখবে। আমি চেষ্টা করছিলাম যাতে ওঁর সঙ্গে দেখা হয়।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement