Advertisement
Advertisement

Breaking News

পুলিশের সঙ্গে বচসার ভিডিও ফেসবুকে আপলোড, গ্রেপ্তার তৃণমূল নেতা

দেখুন সেই ভিডিও।

TMC leader posts video of scuffle with cops on FB, arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2017 5:19 am
  • Updated:July 20, 2017 5:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ট্রাফিক পুলিশের সঙ্গে বচসার ছবি সোশাল মিডিয়ায় আপলোড। সেই পোস্টে পরপর প্ররোচনমূলক বক্তব্য। পুলিশের জালে দমদমের তৃণমূল নেতা সৃজন বসু। ধৃতের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। রাজারহাটে সিটি সেন্টার-২ এর কাছে গাড়ি ঘোরানো নিয়ে দুই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে বাদানুবাদ হয়েছিল সৃজনের। তার জেরেই এই গ্রেপ্তারি।

[পড়শি রাজ্যের নিম্নচাপের ঠেলায় সপ্তাহান্তে ভারী বৃষ্টির খাঁড়া দক্ষিণবঙ্গে]

১৮ জুলাই চিনার পার্কের কাছে সিটি সেন্টার-২ তে যাচ্ছিলেন তৃণমূল নেতা সৃজন বসু। ‘ইউ টার্ন’ নেওয়ার সময় তাঁকে আটকান দুই সিভিক ভলান্টিয়ার। এর প্রতিবাদ করেন সৃজন। দুই ভলান্টিয়ারের কাছে পরিচয়পত্র না থাকার পরও, কেন আটকানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সৃজন। ওই এলাকায় ইউ টার্ন নেওয়ার নিষেধাজ্ঞা নেই। তারপরও কেন তাঁকে আটকানো হল জানতে চান। এই নিয়ে ভলান্টিয়ারদের সঙ্গে তাঁর বচসা হয়। গোটা ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরেন ওই তৃণমূল নেতা। সৃজনকে নিরস্ত্র করতে না পেরে এক ভলান্টিয়ার পুলিশ অফিসারকে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে ট্রাফিক গার্ডের এক অফিসার ঘটনাস্থলে চলে আসেন। দুপক্ষের মধ্যে চলে বচসা। এই ঘটনার জেরে রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। পরে গাড়িটিকে রাস্তার ধারে নিয়ে গিয়ে পুলিশ কাগজপত্র চায়। তা না থাকায় কেস দেওয়া হয়। পুলিশের কাজে বাধা দেওয়া এবং রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য যানজট। জোড়া কারণে সৃজিতের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ অভিযোগ দায়ের করে।

সৃজিতের এই ঘটনার ভিডিও ফেসবুকে দেখেন প্রায় ৭৫ হাজার। অজস্র কমেন্ট ও শেয়ার হয়। এরপরই স্বতপ্রনোদিত হয়ে সৃজনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। বৃহস্পতিবার সকালে দমদমের সেভেন ট্যাঙ্ক এলাকায় নিজের বাড়ি থেকে ওই তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করে। থানায় তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement