Advertisement
Advertisement
TMC leader Kunal Ghosh slams trolls targeting Anubrata Mandal

‘শুভেন্দুকে কেন গ্রেপ্তার করছে না সিবিআই? কীসের নিরপেক্ষতা?’, প্রশ্ন কুণালের

সিবিআইয়ের ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন কুণাল ঘোষ।

TMC leader Kunal Ghosh slams trolls targeting Anubrata Mandal । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 8, 2022 6:05 pm
  • Updated:April 8, 2022 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চমবার সিবিআই (CBI) তলবেও সাড়া দেননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আপাতত শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। তবে বিরোধীদের দাবি, মোটেও অসুস্থ নন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। গ্রেপ্তারি এড়াতেই নাকি অসুস্থতার ‘নাটক’ করছেন তিনি। কেউ লিখেছেন কবিতা আবার কেউ অনুব্রতকে কটাক্ষ করে গানও বেঁধেছেন। বিরোধীদের কটাক্ষের যোগ্য জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) কটাক্ষ করে বর্তমান বিজেপি নেতা তথা বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ একটি গান বেঁধেছেন, “অনু তুমি হনু হয়ে, হনু হয়ে SSKM-এ গেলে”, ঢোল বাজিয়ে এই গানটি গাইতে শোনা যায় তাঁকে। সৌমিত্রর পথেই হাঁটেন বিজেপি বিধায়ক অসীম সরকার। বিধানসভার ভিতরে গান বাঁধলেন। সম্প্রতি রুদ্রনীল ঘোষও (Rudranil Ghosh) এই একই ইস্যুতে কবিতা পাঠ করেন। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Advertisement

[আরও পড়ুন: ট্রেনের ইঞ্জিনে চড়ে সেলফি তোলার চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নাবালকের]

বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “গণতান্ত্রিক দেশে কেউ গান বাঁধবে, আবার কেউ কবিতা লিখতেই পারে। সে কারণে তো শুভেন্দুকে নিয়েও গান তৈরি হয়েছিল। শিশিরবাবুর ছেলের সিবিআইয়ের এফআইআরে নাম রয়েছে। সামনে ঘুরে বেড়াচ্ছে। সিবিআইয়ের গ্রেপ্তারি এড়াতে বিজেপির পা চাটছে। অনুব্রতর বিষয়টি আলাদা। রামপুরহাটের তদন্তে সেখানেই দাঁড়িয়ে থাকে সিবিআই। অথচ সেখানে দাঁড়িয়ে শুভেন্দু বলছে সিবিআইয়ের এই করা উচিত, সেই করা উচিত। অথচ গ্রেপ্তার হয় না। তাহলে কীসের নিরপেক্ষতা?”

কেন্দ্র সরকার সিবিআইকে পরিচালনা করে বলেও আরও একবার অভিযোগ করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “সিবিআইতে অনেক দক্ষ আধিকারিক রয়েছেন। তবে সমস্যা একটাই সকলে রাজনৈতিকভাবে পরিচালিত হন।” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে তাঁর অনুরোধ, বগটুই (Bagtui Case) এবং ভাদু শেখ হত্যা কাণ্ডের তদন্ত করে ফেরার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেলও পুনরুদ্ধার করে ফিরুক সিবিআই।

[আরও পড়ুন: ‘১৬তলা থেকে ঝুলিয়ে দিয়েছিল, অল্পের জন্য প্রাণে বেঁচেছি’, প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে বিস্ফোরক চাহাল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement