সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই তিনি বলেছিলেন, ”অধিকারী পরিবারের সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে।” আর শনিবারই নিজের এক্স হ্যান্ডলে শিশির অধিকারীর সম্পত্তির তথ্য তুলে ধরে বিতর্ক উসকে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বর্ষীয়ান রাজনীতিকের সম্পদের গরমিলের কথা জানিয়ে প্রশ্ন তুললেন, কোন জাদুবলে এমনটা সম্ভব হল।
ঠিক কী লিখেছেন কুণাল? তাঁর দাবি, ২০০৯ সালে নির্বাচনী হলফনামায় শিশির অধিকারী (Sisir Adhikari) জানিয়েছিলেন তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। কিন্তু এরপই তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। এর পরই ২০১২ সালে প্রধানমন্ত্রীর দপ্তরে ঘোষণা অনুযায়ী সেই সম্পদের পরিমাণই দাঁড়ায় ১০ কোটিরও বেশি। আবার ২০১৯ সালে শিশির জানিয়েছেন, সম্পদের পরিমাণ ৩ কোটি। এই তথ্য তুলে ধরে তৃণমূল মুখপাত্রের প্রশ্ন, ‘তথ্য ঠিক না ভুল? ১০ লাখ তিন বছরে ১০ কোটি হল কী করে? ১০ কোটি কী করে কমে ৩ কোটি হল? এটা কোন জাদু?’
শিশির অধিকারী।
2009: নির্বাচনী হলফনামা: মোট সম্পদ 10 লাখ+
তারপর কেন্দ্রীয় মন্ত্রী।
2012: প্রধানমন্ত্রীর দপ্তরে ঘোষণা: মোট সম্পদ 10 কোটি+
2019: 3 কোটি+প্রশ্ন: তথ্য ঠিক না ভুল?
10 লাখ তিন বছরে 10 কোটি হল কী করে?
10 কোটি কী করে কমে 3 কোটি হল?
এটা কোন জাদু? pic.twitter.com/v2mYqIgwHF— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 4, 2023
উল্লেখ্য, বুধবার নাম না করে অধিকারী পরিবারের সম্পত্তির বিষয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসবে।’ এর জবাবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজের আয়কর রিটার্নের নথি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। তা নিয়ে কটাক্ষ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর শুক্রবার তিনি ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের বেনিয়ম ফাঁস করার হুঁশিয়ারি দেন। বলেন, ”২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে। এই ঘড়ি ধরে বলছি। এসবের উত্তরও দিতে হবে তাঁদের।” অবশেষে শনিবার সোশাল মিডিয়ায় শিশির অধিকারীর সম্পত্তির গরমিলের অভিযোগ তুলতে দেখা গেল তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.