সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান বাতিল নিয়ে সরগরম গোটা বাংলা। কারণ, এতে রাজনীতির রং লেগেছে। এসবের মাঝেই অনুষ্ঠান বাতিল কাণ্ডে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তারিখ তুলে ধরে দাবি করলেন বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। পাশাপাশি কুণালবাবু জানালেন, অরিজিৎ সিংয়ের কনসার্টটি হবে অ্যাকোয়াটিকায়।
বৃহস্পতিবার দুপুরে অরিজিতের শো বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন কুণাল ঘোষ। লিখলেন, “অরিজিৎ ‘গেরুয়া’ গেয়েছেন ১৫/১২/২২। আর তাঁর অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮/১২/২২।” এরপরই কুণালের প্রশ্ন, এবার তাহলে গেরুয়া যুক্তি কী করে আসে? সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সোশ্যাল মিডিয়া পোস্টেই কুণাল ঘোষ জানিয়েছেন, কলকাতায় অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান হবে। সেখানেই তিনি জানিয়েছিলেন, ৯ ডিসেম্বর অরিজিতের টিম অ্যাকোয়াটিকা বুক করার জন্য টাকা জমা করেছে। সম্ভবত সেখানেই হবে অনুষ্ঠান। বৃহস্পতিবার চলছে পরিদর্শন। তবে এনিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেও জানিয়েছেন। এসবের পাশাপাশি তিনি লেখেন, “সলমন খানকে নিয়ে অনুষ্ঠানটিও ইকো পার্কে বাতিল হয়েছে। সেটি মিলনমেলায় হবে। সেটির আয়োজক ছিল বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ। কই বিতর্ক হয়নি তো!” এপ্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনেও মুখ খুলেলন কুণাল।” বললেন, সেলিম, দিলীপরা শকুনের রাজনীতি করছেন। এই টুইটের কিছুক্ষণ পরই আরেকটি টুইট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি জানান, অ্যাকোয়াটিকাতেই হবে অনুষ্ঠান। আগামিকাল থেকে শুরু হবে প্রসেস।
Arijit sang ‘ gerua’ on 15th.
His prgrm was cancelled and deposit money 3 lacs was returned back on 8th. So, how can it be result of ‘gerua’?
On 9/12 team Arijit deposited 1 lac to Aquatica. Today inspection is on. Final application is yet to be done.
BJP doing cheap politics.— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 29, 2022
তবে কুণাল ঘোষ অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান বাতিল নিয়ে একথা বলেলও ফিরহাদ হাকিম দাবি করেছিলেন যে, আয়োজকরা লিখিতভাবে কোনও আবেদনই করেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.