সন্দীপ চক্রবর্তী: ভোটের সময় দলের সঙ্গে অসহযোগিতার অভিযোগ। দক্ষিণ দমদম পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা দাপুটে নেতা প্রবীর পালকে বহিষ্কার করল তৃণমূল (TMC)। তাঁর বিরুদ্ধে তদন্তের পর দলের শীর্ষস্থানীয় নেতাদের পরামর্শক্রমে এই পদক্ষেপ বলে সূত্রের খবর। এই নেতার বিরুদ্ধে ভোটের সময় নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছিল। ভোটের পর এ নিয়ে দলীয় স্তরে তদন্তের পর বুধবার তাঁকে দল থেকে বহিষ্কারের (Suspend) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ দমদম পুরসভার (South Dumdum Municipality) প্রশাসকমণ্ডলীর সদস্য প্রবীর পাল এলাকার বেশ দাপুটে নেতা। শাসকদলের ভরসাযোগ্যও। একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে দক্ষিণ দমদমের দুটি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২ মে ফলাফল প্রকাশের পর দেখা গেল, ওই দুটি ওয়ার্ডে তৃণমূলের লিড আগের থেকে কমেছে ৩০০ থেকে ৫০০। এই হিসেব চোখে পড়াতেই ক্ষুব্ধ দল। এরপরও প্রবীর পালকে ডেকে কথা বলা হয়। তাঁকে পরামর্শ দেওয়া হয়, বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলে আবার এলাকার কাজে ঝাঁপিয়ে পড়তে। কিন্তু তিনি কারও সঙ্গে কথা বলতে চাননি।
এরপর দলের তরফে প্রবীর পালকে শোকজ করা হয়। পাশাপাশি চলে দলীয় স্তরে তদন্তও। সূত্রের খবর, দেখা যায়, ভোটের সময় দলের জন্য বিশেষ কাজ করেননি দমদমের এই নেতা। আর তাঁর এই অসহযোগিতার কারণেই শাসকদলের লিড কমে গিয়েছে। মঙ্গলবার প্রবীর পাল শোকজের চিঠির জবাব দেন। তাতে অসন্তুষ্ট তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এরপরই সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মতো শীর্ষ নেতৃত্বের পরামর্শে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় নেতৃত্বের একাংশের মতে, প্রবীর পালের সঙ্গে বিজেপির (BJP) একটা ঘনিষ্ঠতা তৈরি হচ্ছিল। তাই তিনি ভোটে ঠিকমতো কাজ করেননি। বহিষ্কার নিয়ে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি দমদমের তৃণমূল নেতা তথা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.