Advertisement
Advertisement

নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শিবপুর থানায় তাণ্ডব তৃণমূল কর্মীদের

গুলি চালনার ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা শামিম আহমেদ৷

TMC leader arrested in Shibpur
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 9, 2018 3:27 pm
  • Updated:December 9, 2018 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানায় রীতিমতো তাণ্ডব চালাল তার অনুগামীরা৷ প্রায় আধঘণ্টা ধরে অবরোধ চলল জিটি রোডে৷ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল গন্ডগোল হয়৷ শেষপর্যন্ত লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় পুলিশ৷ শনিবার রাতে ফের রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার শিবপুর৷ এলাকা এখনও যথেষ্ট থমথমে, মোতায়েন পুলিশ ও ব়্যাফ৷

[ ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গন্ডগোল, রণক্ষেত্র মুচিবাজার]

Advertisement

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে৷ রাত সাড়ে বারোটা নাগাদ শিবপুরের চড়াবসতি এলাকার ৩ নম্বর জিসিআরসি ঘাট রোডে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ চলে বোমাবাজি৷ জানালার কাঁচ ভেঙে আহত হন ব্যবসায়ী শাহিদ কুরেশি-সহ তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য৷ আতঙ্কে রাস্তায় নেমে পড়েন এলাকার অন্য বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় শিবপুর থানার পুলিশ, নামে ব়্যাফ৷ গোটা ঘটনার ছবি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়৷ আক্রান্ত ব্যবসায়ী শাহিদ কুরেশি প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত৷ তিনি এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত৷ ওই ব্যবসায়ীর অভিযোগ, প্রমোটিং নিয়ে বিবাদের কারণে তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন শাসকদলেরই নেতা শামিম আহমেদ ও তাঁর সঙ্গীরা৷ এই শামিম আবার স্থানীয় কাউন্সিলর শামিমা বানোর স্বামী৷ কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যবসায়ী৷ শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ৷ এরপরই ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে শিবপুরে৷ থানায় রীতিমতো তাণ্ডব চালান শামিমের অনুগামীরা৷ জিটি রোড অবরোধও হয়৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশকে লাঠিচার্জ করতে হয় পুলিশকে৷  

এদিকে, শনিবার সকালে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতার মুচিবাজারও৷ এলাকার অলিগলিতে ঢুকে একাধিক বাড়ি এমনকী, বিয়েবাড়িতেও ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী৷ ঘটনায় রবিবার দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ 

[ ‘শারীরিক চাহিদা মেটাতে চাই’, এসকর্ট সার্ভিস সাইটে গৃহবধূর নামে পোস্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement