সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মতলায় একুশের সমাবেশ৷ আর তিনি শুয়ে রয়েছেন এসএসকেএম হাসপাতালে৷ মন চাইছে দৌড়ে চলে যেতে একুশের মঞ্চে৷ কিন্তু চিকিৎসকের নিষেধে বিছানা ছেড়ে নামার অনুমতি নেই তাঁর৷ শহিদের সমাবেশ মঞ্চে বসে দলনেত্রীর বক্তৃতা শুনতে না পাওয়ায় মনখারাপ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের৷
অনুব্রত মণ্ডল যে দক্ষ সাংগঠনিক তা আর নতুন করে বলার কিছুই নেই৷ বীরভূম জেলা সংগঠনের দায়িত্ব একা হাতেই সামলান তিনি৷ লোকসভা নির্বাচনের আগে থেকেই জেলায় দলের দায়িত্ব সামলেছেন অনুব্রত৷ ওই সময়েই মা মারা গিয়েছে তাঁর৷ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন৷ তার উপর রয়েছে স্ত্রীর অসুস্থতা৷ যদিও লোকসভা ভোটের কথা ভেবে দলের কাজে পারিবারিক আঁচ লাগতে দেননি দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ ভোটের ফলাফল নিরাশ করেছিল তাঁকে৷ তাই তারপর থেকেই আরও ভেঙে পড়েছেন অনুব্রত মণ্ডল৷ প্রায় ঘরবন্দি হয়ে গিয়েছিলেন৷
মানসিক চাপ যেমন রয়েছে, তেমনই আবার বিশ্রামের অভাব-দুয়ে মিলে বর্তমানে এক্কেবারে শয্যাশায়ী অনুব্রত মণ্ডল৷ চলতি মাসে উচ্চ রক্তচাপ নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হন তিনি৷ হাসপাতাল সূত্রে খবর, উডবার্ন ওয়ার্ডেই আপাতত রয়েছেন অনুব্রত৷ উচ্চ রক্তচাপ ছাড়াও সুগার, কার্বোঙ্কল রোগেও ভুগছেন। সব মিলিয়ে তিনি গুরুতর অসুস্থ৷ আপাতত বিশ্রাম ছাড়া আর কোনও ওষুধ নেই দাপুটে নেতার৷
চিকিৎসকদের কড়া পরামর্শে তাই ইচ্ছা থাকলেও আপাতত বিছানা ছেড়ে উঠতে পারছেন না অনুব্রত মণ্ডল৷ সে কারণেই এত কাছে থেকেও একুশের সমাবেশে যোগ দিতে পারছেন না বীরভূমের দাপুটে নেতা৷ মঞ্চে বসে শোনা যাবে দলনেত্রীর বক্তৃতা, তাই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে বসে মুখভার অনুব্রত মণ্ডলের৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য টেলিভিশনের পর্দাই ভরসা দাপুটে নেতার৷ সেদিকেই তাকিয়ে সকাল থেকে চোখ রেখেছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.