শুভঙ্কর বসু: গরু পাচার মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। সিবিআই দপ্তরে আজই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। সেই মর্মে তাঁকে তৃতীয় নোটিসটি পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে উল্লেখ ছিল, সোমবার বেলা ১১টায় সিবিআই দপ্তরে অনুব্রতকে সশরীরে হাজিরা দিতে হবে, গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। কিন্তু তার ঠিক আগেই এদিন অনুব্রত মণ্ডল হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান, তাঁকে যাতে কলকাতার সিবিআই (CBI) দপ্তরে গিয়ে হাজিরা দিতে না হয়।
সূত্রের খবর, এর পাশাপাশি বিকেলের মধ্যে তিনি সিবিআইকে চিঠিও পাঠাবেন। ওয়াকিবহাল মহলের একাংশের মত, সিবিআইয়ের হাতে গ্রেপ্তারির আশঙ্কায় তাঁর এই পদক্ষেপ। বুধবার এই মামলার শুনানি। অনুব্রতর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে সবপক্ষ।
এ নিয়ে তৃতীয়বার গরু পাচার (Cattle sumggling case) মামলায় সিবিআই নোটিস পাঠাল অনুব্রত মণ্ডলকে। আগের দু’বার অসুস্থতার কথা জানিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তিনি আবেদন জানান, কলকাতায় তলব না করে বোলপুর বা তার সংলগ্ন কোথাও অর্থাৎ তাঁর নিজের বাড়ির কাছাকাছি জায়গায় ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করুন সিবিআই আধিকারিকরা। কিন্তু তাতে পালটা যুক্তি দিয়ে সিবিআই জানায়, তিনি তো কলকাতায় চিকিৎসার জন্য যাতায়াত করছেন, তাহলে নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দিতে অসুবিধা কোথায়?
সিবিআই নোটিস বাতিলের দাবিতে এদিন সকালে প্রধান বিচারপতির বেঞ্চে অনুব্রত মণ্ডল আবেদন করেন। বুধবার সেই মামলার শুনানি বলে খবর। বিষয়টি আদালতের বিচারাধীন, তা জানিয়ে এর মধ্যে সিবিআই দপ্তরে তিনি হাজিরা দেবেন না। এখন তাঁর এই আবেদনে উচ্চ আদালত কী রায় দেয়, সেদিকে তাকিয়ে সবপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.