Advertisement
Advertisement
অনুব্রত মণ্ডল

কাজ ও মানসিক চাপ, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অনুব্রত মণ্ডল

অসুস্থতা নিয়ে কী বলছেন চিকিৎসকরা?

TMC leader Anubrata Mandal admitted in SSKM Hospital
Published by: Sayani Sen
  • Posted:July 7, 2019 4:36 pm
  • Updated:August 7, 2021 12:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ রাজ্যের শাসকদলের দাপুটে এবং ভরসাযোগ্য নেতা অনুব্রত মণ্ডল৷ কার্বংকাল হয়েছে তাঁর৷ রক্তে শর্করার পরিমাণও বেড়েছে বেশ খানিকটা৷ তাই বীরভূমের চিকিৎসকের পরামর্শে বর্তমানে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভরতি রয়েছেন তিনি৷ এসএসকেএম সূত্রে খবর, বীরভূমের তৃণমূল সভাপতি হাসপাতালে ভরতি রয়েছে ঠিকই, তবে তিনি বিপন্মুক্ত৷

[ আরও পড়ুন: ‘শাসকের অত্যাচারের শিকার হচ্ছে কর্মীরা’, আবেগে কেঁদে ফেললেন দিলীপ ঘোষ]

হাসপাতাল সূত্রে আরও খবর, একটি মেডিক্যাল টিম গঠন করে বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতার চিকিৎসা চলছে৷ ওই টিমের নেতৃত্বে রয়েছেন চিকিৎসক দীপ্তেন্দ্রকুমার সরকার৷ মেডিক্যাল টিমের চিকিৎসকরাই এসএসকেএমের ১০৫ নম্বর কেবিনে ভরতি থাকা নেতার চিকিৎসা করছেন৷ তাঁরা জানিয়েছেন, হাইপারটেনশনে ভুগছেন তিনি৷ রক্তে শর্করার পরিমাণও বেড়েছে বেশ খানিকটা৷ আবার কার্বংকাল হয়েছে অনুব্রত মণ্ডলের৷ উচ্চ রক্তচাপ এবং সুগারের জন্য কার্বংকালের নিরাময়েও বাধা তৈরি হচ্ছে৷ সব মিলিয়ে গুরুতর অসুস্থ তিনি৷ দলের সর্বস্তরের নেতা-কর্মীরা তৃণমূল নেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন৷ হাসপাতালে ভিড় জমাচ্ছেন অনেকেই৷

Advertisement

লোকসভা নির্বাচনের সময় থেকে পারিবারিক সমস্যা ছিল দাপুটে নেতার৷ মা মারা গিয়েছেন ওই সময়েই৷ তার উপর ক্যানসারে আক্রান্ত স্ত্রী৷ এদিকে আবার বীরভূম, নদিয়ার পাশাপাশি বর্ধমানের একাংশের সংগঠন দেখভালের দায়িত্ব পেয়েছিলেন অনুব্রত৷ প্রায় মাস দুয়েক ধরে ভোট উপলক্ষ্যে সেসব কাজেই তুমুল ব্যস্ত ছিলেন তিনি৷ এরপর আবার নির্বাচনের ফলাফল খারাপ হওয়ায় মনও ভাল ছিল না দায়িত্ববান দাপুটে নেতার৷ নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন তিনি৷

একদিকে মানসিক অবসাদ, অন্যদিকে বিশ্রামের অভাব – দু’য়ে মিলে প্রায় শয্যাশায়ী দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ তবে অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতা নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন চিকিৎসকরা৷ তাঁরা জানান, আপাতত বেশ কয়েকদিন ওই হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হলেও বিপন্মুক্ত তৃণমূল নেতা৷ কবে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে নেতাকে, সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত দিতে পারেননি চিকিৎসকরা৷ 

[ আরও পড়ুন: হজে যাবেন প্রধান শিক্ষক, তপসিয়ার স্কুলে ছুটি দিয়ে দেদার ভুরিভোজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement