Advertisement
Advertisement
Abhishek Banerjee to visit Haldia

Abhishek Banerjee: ২৮ মে হলদিয়া সফরে অভিষেক, যোগ দেবেন শ্রমিক সমাবেশে

কাঁথির পর টার্গেট হলদিয়া।

TMC leader Abhishek Banerjee to visit Haldia on 28 May, 2022 । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 13, 2022 3:36 pm
  • Updated:May 13, 2022 4:13 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কাঁথির পর টার্গেট হলদিয়া। অসম সফর শেষে এবার হলদিয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ২৮ মে শ্রমিক সমাবেশে যোগ দেবেন তিনি।

Abhishek

Advertisement

ওইদিন আইএনটিটিইউসি তমলুক সাংগঠনিক জেলা কমিটির তরফে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। তাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা অভিষেকের। শ্রমিকদের উদ্দেশে কী বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেদিকে নজর সকলের।

[আরও পড়ুন: আইপিএলের শেষ পর্বে আরও চাপে কেকেআর, চোটের জন্য ছিটকে গেলেন প্যাট কামিন্স]

রাজনৈতিক মহলের মতে, অভিষেকের হলদিয়া সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, বিধানসভা নির্বাচনে হলদিয়ায় জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানে ঘাসফুল ফোটানো সম্ভব হয়নি। আবার হলদিয়ায় অধিকারী পরিবারের যথেষ্ট প্রভাব রয়েছে। এছাড়াও চলতি বছরই হলদিয়া পুরসভার বর্তমান পুরবোর্ডের মেয়াদও শেষ হচ্ছে। তাই পুরভোটের আগে অভিষেকের হলদিয়া সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

উল্লেখ্য, সদ্যই অসম সফর সেরে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের উত্তরসূরি কে, সেই ইস্যুতে মুখ খোলেন তিনি। নিজেকে দলের অনুগত কর্মী হিসাবে উল্লেখ করে নিজের লক্ষ্য সুনিশ্চিত করেন অভিষেক। বাংলা তো বটেই, পাশাপাশি ভিন রাজ্যেও তৃণমূলকে সুপ্রতিষ্ঠিত করাই যে তাঁর একমাত্র টার্গেট, তা উল্লেখ করেন তৃণমূল সাংসদ। তাই অসম সফর শেষে এবার হলদিয়ায় যাচ্ছেন অভিষেক।

[আরও পড়ুন: ‘নোবেল পাওয়ার মতো প্রতিভা আছে মমতার’, মুখ্যমন্ত্রীর সাহিত্য পুরস্কার নিয়ে খোঁচা দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement