Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

নিয়োগ দুর্নীতি মামলা: ইডি দপ্তরে হাজিরা অভিষেকের

৩ অক্টোবরও সমন পাঠানো হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে।

TMC leader Abhishek Banerjee reached CGO Complex on ED summon | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 9, 2023 11:05 am
  • Updated:November 9, 2023 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। নিয়োগ দুর্নীতি তদন্তে ফের তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে সহযোগিতা করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে হাজিরা দেবেন, তা আগেই দলীয় সূত্র খবর ছিল। সেই মতো বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডির (Enforcement Department) দপ্তরে উপস্থিত হলেন তিনি।

এদিন বেলা সাড়ে দশটা নাগাদ কালো গাড়িতে চেপে কালীঘাট থেকে রওনা দেন অভিষেক। বেলা ১১টা ৫ মিনিটে নাগাদ পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। তার আগেই ইডি দপ্তর চত্বর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। আগে থেকেই ইডি দপ্তরে হাজির হয়েছে মামলার তদন্তকারী অফিসাররা। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, কুন্তল ঘোষের চিঠি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। 

Advertisement

[আরও পড়ুন: বিমা জালিয়াতি থেকে চাল দুর্নীতি! কোন মন্ত্রে উত্থান ‘দলবদলু’ তন্ময়ের?]

প্রসঙ্গত, এর আগে গত ৩ অক্টোবর এই মামলাতেই সমন পাঠানো হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। কিন্তু ওই দিনই দিল্লিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল অভিষেকের। সেই কারণে সেদিন হাজির হতে পারেননি তিনি। তবে তার আগেও তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। যতবারই হাজিরা দিয়েছেন, ততবারই তদন্তকারী আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে মাথা উঁচু করে বেরিয়ে জানিয়েছেন, যখনই সহযোগিতা করতে বলা হবে, করবেন। উল্লেখ্য, এর আগে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করে বয়ান রেকর্ড করেছিল ইডি। 

[আরও পড়ুন: রাতভর তল্লাশির পর আয়কর আধিকারিকদের মুখোমুখি তন্ময়, শুরু জিজ্ঞাসাবাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement