Advertisement
Advertisement

Breaking News

TMC launches theme song of Didir Suraksha Kabach

Didir Suraksha Kabach: ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির থিম সং প্রকাশ তৃণমূলের, ঘণ্টাখানেকের মধ্যে ভাইরাল গান

'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির মতোই ব্যাপক সফল থিম সং।

TMC launches theme song of Didir Suraksha Kabach । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 29, 2023 1:08 pm
  • Updated:January 30, 2023 2:03 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধানই মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে ব্যাপক সফল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। এবার এই প্রকল্পের থিম সং প্রকাশ করল তৃণমূল। রবিবার সকালে প্রকাশিত ওই থিম সং ইতিমধ্যেই সর্বত্র সাড়া ফেলেছে।

তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ, আইটি সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপস্থিতিতে থিম সং প্রকাশ পায় রবিবার। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির মাধ্যমে কীভাবে রাজ্যবাসীকে আগলে রাখতে চান মুখ্যমন্ত্রী, তা গানের প্রথম কটি লাইনেই বেশ স্পষ্ট। তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার গান প্রকাশ করেছে তৃণমূল। 

Advertisement

Saayoni Ghosh

[আরও পড়ুন: ‘জমি চোর, চোরে-চোরে মাসতুতো ভাই’, TMC অর্মত্য সেনের পাশে দাঁড়ানোয় খোঁচা দিলীপের]

‘বদলা নয় বদল চাই’, ‘গ্রামে গ্রামে ফুটছে উন্নয়নের ফুল’ গানগুলি যথেষ্ট জনপ্রিয়। আবার ‘খেলা হবে’ নিয়ে নতুন করে কিছু বলারই অপেক্ষা রাখে না। একসময় সকলের মুখে মুখে ফিরেছে ওই গান। সদ্য আত্মপ্রকাশ করা ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির থিম সং ঘিরেও উন্মাদনা তুঙ্গে। ইউটিউবে হু হু করে বাড়ছে গানটি ভিউ। শেয়ারও করছেন অনেকেই।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha kabach) কর্মসূচির উদ্বোধন হয়। তারপরই হাতেকলমে সেই কর্মসূচি শিখিয়ে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তিনি জানান, কর্মসূচির দু’টি পর্যায়। এক, অঞ্চলে বা নগরে একদিন এবং দুই, দিদির দূত। গোটা প্রক্রিয়াই পরিচালনার গুরুদায়িত্ব ৩২০ জন নেতা ও সাড়ে ৩ লক্ষ কর্মীর উপর দিয়েছে তৃণমূল। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির প্রথম পর্যায় ‘অঞ্চলে বা নগরে একদিন’। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির দ্বিতীয় পর্যায় ‘দিদির দূত’। নগরে একদিন কর্মসূচির পরদিন থেকেই ওই এলাকায় যাচ্ছেন ‘দিদির দূত’রা।  ইতিমধ্যেই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পেয়েছে ব্যাপক সাফল্য।

[আরও পড়ুন: তৃণমূলের যুব নেতাকে বেধড়ক মারধর, খুনের হুমকি, হাওড়ায় কাঠগড়ায় ‘বিজেপি’ কর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement