সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুর দিন রাজ্যের শাসকদল তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবস। এদিন বিভিন্ন স্তরে তৃণমূলের একাধিক অনুষ্ঠান থাকে। কর্মী, সমর্থক থেকে নেতা – সকলেই ব্যস্ত থাকেন। নানা জন নানা মন্তব্য করলেও সেভাবে রাজনৈতিক আলোচনা-সমালোচনার অবকাশ তৈরি হয় না। তবে এ বছরের শুরুর দিন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) যা বললেন, তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। বিরোধীদের অস্তিত্ব নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে যা বিরোধীদের রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলল।
রবিবার সাংবাদিক সম্মেলনে একাধিক প্রসঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। তার মাঝে তাঁর মন্তব্য, ”রাজ্যে বিরোধী বলে আর কিছু নেই। তৃণমূলই সরকার, তৃণমূলই বিরোধী। উন্নয়নের কাজ করবে তৃণমূল, আবার কাজে ভুল হলে তাও সংশোধন করে নেবে তৃণমূল।” তাঁর এই মন্তব্যের পরই বিরোধীরা প্রশ্ন তুলছেন, তিনি বিরোধীদের (Opposition) অস্তিত্বকেই নস্যাৎ করতে চাইছেন। কারও কারও ব্যাখ্যা, আসলে তৃণমূল এককভাবেই সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে, বিরোধীদের পরামর্শ মানে না। সেদিক থেকে কুণাল ঘোষের মন্তব্য সঠিকই। যদিও এনিয়ে বিরোধী দলের কেউ বিশেষ কোনও মন্তব্য করেনি।
গণতান্ত্রিক পরিকাঠামোয় শাসক-বিরোধীদের ভূমিকা বঙ্গ রাজনীতিতে বহুচর্চিত বিষয়। বর্তমান বিরোধীদের অভিযোগ, বিধানসভায় বিরোধীরা সেভাবে কিছু বলার সুযোগ পান না। তাঁদের বক্তব্য, প্রস্তাবের কোনও গুরুত্বই নেই শাসকদলের কাছে। এদিকে, শাসকদলের পালটা অভিযোগ, বিরোধীরা সঠিক ভূমিকা পালন করেন না। যে কোনও উন্নয়নমূলক কাজে তাঁদের দেখা পাওয়া যায় না। শুধু শাসকদের নিন্দা করতেই ব্যস্ত থাকেন।
এই যখন পরিস্থিতি, তখন নতুন বছরে কুণাল ঘোষের বক্তব্য নতুন করে জল্পনা উসকে দিল। রাজনীতিকদের একাংশের মত, তৃণমূলের মুখপাত্র এই মন্তব্যে আসলে বিরোধীদের ঢিলেঢালা মনোভাবকেই বিঁধতে চেয়েছেন। ব্যাখ্যা যাই-ই হোক, বছরের প্রথম দিন কুণাল ঘোষের এই কটাক্ষ সামলে বিরোধীরা কী জবাব দেন, সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.