Advertisement
Advertisement

নীল-সাদা ছটায় তৃণমূলের নতুন লোগো, প্রোফাইলের ছবি বদলালেন মমতা

ভোটের মুখে বদলে গেল এ রাজ্যের শাসকদলের লোগো।

TMC gets new logo
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 6, 2019 3:45 pm
  • Updated:March 6, 2019 3:45 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভোটের মুখে দলের নতুন লোগো প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। লোগোটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সেটিকে নিজের প্রোফাইল ছবি করে নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি সপ্তাহেই ভোট ঘোষণা হয়ে যাওয়ার কথা। তার আগে নির্বাচনী কমিটি গড়ে দিয়ে ইতিমধ্যে ভোট ময়দানে নেমে পড়েছে  তৃণমূল কংগ্রেস। জেলাস্তরেও গঠিত হয়েছে কমিটি। এবার প্রকাশ হল দলের নতুন লোগো। লোগোটি তৃণমূলনেত্রীরই মস্তিষ্ক প্রসূত। লোকসভার লড়াইয়ের মুখে এই লোগো এ রাজ্যের শাসকদলকে জনমানসে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মত রাজনৈতিক মহলের। এতদিন দলের লোগোর ব্যাকগ্রাউন্ডে জাতীয় পতাকার উপর আঁকা থাকত ঘাসফুলের ছবি। তাকে ঘিরে থাকত দু’টি রিং। ছোট রিংটি থাকত ঘাসফুলের চারপাশে। তার চারপাশে লেখা থাকত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ কথাটি। সেই লেখাকে ঘিরে থাকত আরও একটি রিং। এবার সেই লোগোতেই বদল আনল তৃণমূল। জাতীয় পতাকার উপর সবুজে লেখা হয়েছে তৃণমূল কথাটি। তার উপর ঘাসফুলের ছবি। পিছনে ছোট দু’টি রিং। ছোট রিংটি দেখে মনে হবে নতুন সূর্য উঠছে। তার ছটায় আকাশের রং সাদা। বাকি অংশের আকাশ নীল। তার চারপাশে আরও একটি রিং। সবার নিচে লেখা ‘আমার আপনার বাংলার’ কথাটি। যার ব্যাখ্যায় দলের রাজ্যস্তরের এক নেতা বলছেন, “এই দল তো আমাদের থেকে আরও বেশি করে আমার, আপনার, মানুষের। সেই আন্তরিকতার কথা, দেশের মানুষের সঙ্গে সেই আপনতার কথাই তুলে ধরা হয়েছে এই নতুন প্রতীকের মাধ্যমে।”

Advertisement

[ তৃণমূলের আগে প্রার্থী ঘোষণা নয়, শাসকদলের মোকাবিলায় নয়া কৌশল বিজেপির]

জানা গিয়েছে, মঙ্গলবার দলের ৪২টি ফেসবুক পেজের প্রোফাইলে এই লোগো ব্যবহার করা হয়েছে। শুধু ফেসবুক পেজ নয়, শীর্ষ নেতৃত্বের টুইটার হ্যান্ডলেও একে একে এদিন এই লোগোকে প্রোফাইল ছবি করে ফেলা হয়। যে তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ ব্রায়েন, রয়েছেন প্রায় সকলেই। তৃণমূলের সূত্র জানাচ্ছে, লোগোটি তৃণমূলনেত্রীর মস্তিষ্ক প্রসূত। তিনিই যুব সভাপতি অভিষেককে আইডিয়াটি দেন। অভিষেক ও তাঁর টিম লোগোর নকশা তৈরি করেন। লোগোটি দলের পক্ষ থেকেই সর্বস্তরে এদিন রাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে আজ, বুধবার থেকে এই লোগোটি ব্যবহার করা হবে জেলাস্তরের নেতাদের প্রোফাইলে। তবে নতুন লোগোর ছবি প্রকাশ হতেই তা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে সর্বত্র। তাকে প্রোফাইল ছবি হিসাবেও ব্যবহার করা শুরু হয়ে গিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement