ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পঞ্চায়েত ভোটকে (Panchayet Election) পাখির চোখ করে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই লক্ষ্যে সোমবার বিকেল থেকেই তিনি টানা ৬০ দিনের কর্মসূচিতে জেলায় জেলায় যাচ্ছেন। কোচবিহার (Cooch Behar)থেকে শুরু হচ্ছে নতুন কর্মসূচি। এরই আরেকটি অংশ হিসেবে অভিষেক জানিয়েছিলেন, নিজ এলাকায় প্রার্থী নিয়ে গ্রাম বাংলার মানুষের মতামত জানতে রাজ্যজুড়ে গোপন ব্যালটে ভোট নেওয়া হবে। সেই ‘গণভোট’ প্রক্রিয়া পরিচালনার জন্য এবার কমিটি গড়ল তৃণমূল (TMC)। রবিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চেয়ারম্যান করে কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠন করেছে শীর্ষ নেতৃত্ব। যাদের কাজ মূলত তিনটি –
আজ, সোমবার দুপুর সাড়ে ১২টায় এই নির্বাচন কমিটির প্রথম ভারচুয়াল বৈঠক বসবে।
এদিনের ঘোষণা অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিটি ও আঞ্চলিক নির্বাচন কমিটি – এই দুয়ের সমন্বয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠিত হয়েছে। রাজ্য নির্বাচন কমিটির চেয়ারম্যান সুব্রত বক্সি (Subrata Bakshi)। রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়া, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, জ্যোতিপ্রিয় মল্লিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালা রায়, দোলা সেন, নাদিমুল হক, শান্তনু সেন, আবিররঞ্জন বিশ্বাস, প্রতিমা মণ্ডল, বুলুচিক বরাইক, বিবেক গুপ্তা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শান্তিরাম মাহাতো, রাজীব বন্দ্যোপাধ্যায়, গিরীন্দ্রনাথ বর্মন, হুমায়ুন কবীর, এবং বীরেন্দ্রনাথ টুডু। এই ২২ সদস্যের কমিটি গোটা নির্বাচন প্রক্রিয়া (Election process) তদারকি করবে। প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকেও রাজ্য নির্বাচন কমিটির সদস্য করা হয়েছে।
রাজ্য নির্বাচন কমিটির আওতায় রয়েছে আটটি জোনাল কমিটি –
জোন ১
জোন ২
জোন ৩
জোন ৪
জোন ৫
জোন ৬
জোন ৭
জোন ৮
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.