সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় চাকরিহারা প্রায় ২৬ হাজার! তাঁদের ভবিষ্যত কী? সেই রূপরেখা ঠিক করতেই সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিচ্যুতদের সমাবেশে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো এই সমাবেশেও বিরোধীদের উসকানিতে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে! এমনই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
রবিবার সাংবাদিক সম্মেলন থেকে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন কুণাল। তাঁর কথায়, “চাকরিহারাদের সংকটজনক মুহূর্তে বিকল্পপথ খোঁজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। ৭ সেপ্টেম্বর চাকরিহারাদের সঙ্গে মিলিত হবেন তিনি। দয়া করে মুখ্যমন্ত্রী কী বার্তা দিচ্ছেন, তা শুনুন। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে,কালকের সভায় বিরোধী দলের একাংশের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করা হতে পারে।” তাঁর আরও সংযোজন, যে বিরোধী দলগুলি চাকরি খাওয়ার রাজনীতি করে, তাঁরা চায় না বিকল্প পথ খোঁজা হোক। চায় না সমস্যার সমাধান হোক। বিরোধী চক্রান্তকারীরা চায় না মুখ্যমন্ত্রীর বার্তা সবার কাছে পৌঁছে যাক।” কুণাল আরও জানান, “একাধিক সূত্র মারফত আমাদের কাছে খবর এসেছে, নানা প্রলোভন দেখিয়ে, বিভ্রান্ত করে ওখানে কিছু কিছু লোক ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। গেটে গণ্ডগোল করার চেষ্টা চালানো হচ্ছে। ছোট ছোট গ্রুপ করে লোক ঢোকানো হবে যাতে মুখ্যমন্ত্রী বার্তা কেউ শুনতে না পান।” পরিশেষে তাঁর অনুরোধ, “সিপিএম, বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। ওঁরা আপনাদের সমস্যার জট খুলতে আসবে না।
আচমকাই ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে। তার মোকাবিলা কীভাবে হবে, সেই আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আগামী ৭ তারিখ সমাবেশের আয়োজন করেছেন সদ্য চাকরিহারা ২৬ হাজার শিক্ষক। সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েও কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ হবে। এই দুঃসময়ে যাতে কেউ ভেঙে না পড়েন, সেই মানবিক সমর্থন জানাতেই তাঁর ওই সমাবেশে যোগদান। মনে করা হচ্ছে, ওইদিন পরবর্তী আন্দোলনের রূপরেখাও ঠিক করবেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে ভেস্তে দিতেই বিরোধীরা অক্সফোর্ডের অনুষ্ঠানের মতোই এখানেও গণ্ডগোল করার চেষ্টা করতে পারে বলে মনে করছে তৃণমূল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.