Advertisement
Advertisement

Breaking News

বাম ও কংগ্রেসের ভারত বনধের পালটা কর্মসূচি ঘোষণা তৃণমূলের

ভারত বনধে নেই বামশরিক ফরোয়ার্ড ব্লক৷

TMC counters Bharat Bandh called by Cong-Left
Published by: Kumaresh Halder
  • Posted:September 7, 2018 5:53 pm
  • Updated:August 8, 2019 3:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাম-কংগ্রেসের ডাকা ভারত বনধের বিরোধিতা করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তবে যে ইস্যুতে বনধ ডাকা হয়েছে, সেই ইস্যুগুলিতে সমর্থন করছে এ রাজ্যের শাসকদল৷  সোমবার শহরে কেন্দ্রে জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মিছিল করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব৷

[সেতুভঙ্গের জেরে ঘুরপথে দুর্গাদর্শন! উদ্বেগে দক্ষিণের পুজোকর্তারা]

 শুক্রবার সাংবাদিক বৈঠকে পার্থবাবু জানান, ‘‘আমরা কোনওভাবেই বনধের সমর্থন করি না৷ বনধের নামে কোনওভাবেই জনজীবন বিপর্যস্ত হোক, তা আমরা চাই না৷ বনধের ইস্যুকে সমর্থন আছে আমাদের৷ কিন্তু, বনধ করে এই সমস্যা সমাধান করা যাবে না৷’’ বনধের বিরোধিতা করে সোমবার একগুচ্ছ কর্মসূচি নেওয়ারও ঘোষণা করেন পার্থ৷ লাগাতার বাড়তে থাকা জ্বালানী তেলার দাম বৃদ্ধির প্রতিবাদে শহরে মিছিল করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ বনধের দিনে জনজীবন স্বাভাবিক রাখতে সরকারের তরফে সমস্ত ধরনের ব্যবস্থা করবে সরকার ৷

Advertisement

এদিন সাংবাদিক বৈঠক করে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা বনধের ঘোষণা করেন৷ এই বনধে ১৮টি বামদল সমর্থন জানিয়েছে৷ এ রাজ্যের শাসকদলকেও বনধ সমর্থন করার আরজি জানান সূর্যকান্ত মিশ্র৷ প্রাক্তন বিরোধী দলনেতা হুঁশিয়ারি,  শাসকদল দল যদি বনধকে সমর্থন না করে, তাহলে ‘ময়দানে দেখা হবে’৷ কিন্তু, ঘটনা হল, সমর্থন করা দূর, কয়েক ঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলনে করে পালটা কর্মসূচি ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷

[খাটের উপরে স্ত্রীর দেহ, সিলিংয়ে ঝুলছেন স্বামী]

জানা গিয়েছে, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার ১০ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুতে সামনে রেখে বিরোধী দলগুলির সমর্থনও চেয়েছেন রাহুল গান্ধী৷ কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু’ সিপিএম৷ একই সঙ্গে তৃণমূলেও সহযোগিতাও চাওয়া হয়৷ নীতিগত কারণে বনধ সমর্থনে রাজি না হলেও  একই ইস্যুগুলি শহরে প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের শাসকদল ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement