ছবি: প্রতীকী
আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: দশমীর রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর৷ ঘটনাটি ঘটেছে বারাকপুরের চিড়িয়ামোড় অঞ্চলে৷ প্রহৃৎ কাউন্সিলরের নাম শুভ্রকান্তি বন্দোপাধ্যায়৷ তিনি বারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷ ইতিমধ্যে টিটাগড় থানায় দায়ের হয়েছে অভিযোগ৷ দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ৷
[অধীরের ছেড়ে যাওয়া ঘরে বসলেন না সোমেন!]
জানা গিয়েছে, গতকাল রাতে প্রতিমা বিসর্জনে গিয়েছিলেন কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামিরা৷ ফেরার পথে চিড়িয়ামোড়ের কাছে হঠাৎই তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী৷ অভিযোগ, রড, বাঁশ দিয়ে মারধর করা হয় ওই কাউন্সিলর ও তাঁর অনুগামীদের৷ ঘটনায় মাথায় ফেটে যায় কাউন্সিলরের৷ গুরুতর চোট পান তাঁর অনুগামীরাও৷ সকলকে ভরতি করা হয় বি এন বোস হাসপাতালে৷ সেখানেই চিকিৎসা করা হয় তাঁদের৷ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছেন সেই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া না গেলেও, পরিচিত দুষ্কৃতীরাই এই কাজ বলে অনুমান করা হচ্ছে৷
[মোবাইলে প্রেসক্রিপশনের ছবি দেখিয়ে আর মিলবে না ওষুধ!]
এই ঘটনার পরেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন প্রহৃৎ কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়৷ তবে সেই অভিযোগে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ রয়েছে কিনা, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি৷ ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনার পিছনে গোষ্ঠী কোন্দল রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ তবে এই ঘটনার প্রভাব পড়েছে ওই এলাকায়৷ থমথমে রয়েছে এলাকা৷ সাধারণ মানুষের দাবি, একজন জনপ্রতিনিধিকে যদি প্রকাশ্যে এমন ভাবে প্রহৃৎ হতে হয়, তবে তাঁদের কী হবে? প্রশাসনের দিকেও আঙুল তুলেছেন অনেকে৷ তাঁদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির ফলেই এলাকায় বহিরাগতদের তাণ্ডব বেড়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.