Advertisement
Advertisement

নিজের অফিসেই আক্রান্ত তৃণমূল কাউন্সিলর, চাঞ্চল্য খিদিরপুরে

হামলার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

TMC Councillor assaulted in ward office
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 4, 2019 5:30 pm
  • Updated:March 4, 2019 5:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে আক্রান্ত শাসকদলের মহিলা কাউন্সিলর। ওয়ার্ড অফিসে ঢুকে তাঁকে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। ঘটনায় দক্ষিণ কলকাতায় কংগ্রেসের এক নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে কাউন্সিলরকে নিগ্রহের মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে বলে পালটা দাবি করেছে কংগ্রেস।

[যাত্রী সেজে হরিণের ছাল পাচারের চেষ্টা, বাবুঘাটে গ্রেপ্তার ২]

Advertisement

কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের শামিমা রেহান খান। খিদিরপুর অঞ্চলের একটি অংশ এই ৭৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। স্থানীয় কাউন্সিলরের দাবি, রাতে ওয়ার্ডে অফিসে বসে কাজ করছিলেন তিনি। আচমকাই হুড়মুড়িয়ে অফিসে ঢুকে পড়ে স্থানীয় কংগ্রেস কর্মীরা। কিছু বুঝে ওঠার আগেই কাউন্সিলরকে তারা মারধর করতে শুরু করে বলে অভিযোগ। এমনকী, শাসকদলের মহিলা কাউন্সিলরকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকিও দেওয়া হয়। ঘটনার রীতমতো আতঙ্কিত ৭৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামিমা রেহান খান। ঘটনার দিন রাতেই ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কাউন্সিলরকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে কংগ্রেসের এক নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই কংগ্রেস নেতা আবার দলের সংখ্যালঘু সেলের দক্ষিণ কলকাতার দায়িত্বপ্রাপ্ত নেতা বলে শোনা যাচ্ছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এদিকে ওয়ার্ড অফিসে ঢুকে শাসকদলের মহিলা কাউন্সিলরকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। দলের আইনজীবীর দাবি, গত কয়েক দিন বৃষ্টিতে এলাকায় জল জমে গিয়েছে। তাই কাউন্সিলরের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলেন কংগ্রেসের নেতা-কর্মীরা।

[ ম্যানহোল থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement