সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন বউবাজারের (Bowbazar) দুর্গা পিতুরি লেনে ফের ফাটল। মেট্রোরেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ক্ষতিগ্রস্তরা। এই ঘটনায় লাগল রাজনীতির রং। ফাটলের জন্য এবার সরাসরি তৃণমূলকে দায়ী করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি নেতাকে পালটা জবাব ঘাসফুল শিবিরের।
বিজেপি নেতার দাবি, “বউবাজারে বাড়িতে ফাটলের জন্য কোনওভাবেই মেট্রো (Metro) রেল কর্তৃপক্ষ দায়ী নয়। মেট্রো রেল যে নকশা তৈরি করেছিল, সেটি বদলে দিয়েছিল তৃণমূল (TMC)। তাড়াহুড়ো করতে গিয়ে গণ্ডগোল। কিছু ভুল রয়েছে বলেই বারবার বউবাজারে বাড়িগুলিতে ফাটল দেখা দিচ্ছে। কলকাতার মানুষকে পাতাল প্রবেশের আগে ভয়ে ভয়ে বেঁচে থাকতে হবে। চিন্তার বিষয়। মানুষের জীবনের সুরক্ষা দিতে পারছে না তৃণমূল।”
এদিকে, বৃহস্পতিবার সকালে বউবাজারে নতুন করে একটি সোনার গয়নার দোকানে ফাটল দেখা যায়। গত ২০১৯ সালেও ওই দোকানটিতে ফাটল দেখা গিয়েছিল। বউবাজারের দুর্গা পিতুরি লেনে ঘরছাড়া ২০টি পরিবারের অন্তত ৮২ জন। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বুধবার রাতেই মাইকিং করে ওই এলাকাটি ফাঁকা করে দেওয়া হয়। স্বল্প সময়ের ব্যবধানে নামমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে ঘর ছাড়েন ক্ষতিগ্রস্তরা। তাঁদের স্থানীয় একটি হোটেলে থাকাখাওয়ার বন্দোবস্ত করা হয়।
এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), তাপস রায়। গোটা ঘটনাটির জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন তাপস রায়। একে অপরের ঘাড়ে দায় না চাপিয়ে আপাতত মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে সমাধানসূত্রের সন্ধানে মেয়র ফিরহাদ হাকিম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.